সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের প্রভাব পড়ে রাহুলের মনে- অকপট স্বীকারোক্তি কেএল-এর
শুভব্রত মুখার্জি: ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটার কেএল রাহুল। তিন ফর্ম্যাটেই ভারতীয় দলের নিয়মিত সদস্য এই উইকেট কিপার ব্যাটার। চলতি আইপিএলে তিনি লখনউ সুপার জায়ান্টস দলকে নেতৃত্ব দিচ্ছিলেন। কিন্তু আরসিবির বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিংয়ের সময়ে তাঁর ডান উরুতে বাজে ভাবে চোট পাওয়ার ফলে ছিটকে যেতে হয় টুর্নামেন্ট থেকে। ইংল্যান্ডে ইতিমধ্যেই তাঁর অস্ত্রোপচারও করা হয়ে গিয়েছে। এখন সুস্থ হওয়ার লড়াই চালাচ্ছেন তিনি। এমন আবহেই অকপট স্বীকারোক্তি শোনা গেল তাঁর গলাতেই । সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝেই কটাক্ষ এবং আক্রমণের সম্মুখীন হতে হয় তারকা ক্রিকেটারদের। এই কটাক্ষ যে তাঁকে মানসিক ভাবে প্রভাবিত করে, তা জানিয়েছেন কেএল রাহুল।
আরও পড়ুন: প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করল গুজরাট, হেরে ছিটকে গেল হায়দরাবাদ
রণবীর আল্লাবাদিয়ার পডকাস্ট ‘দ্য রণবীর শো’তে এমন কথাই অকপটে জানিয়েছেন রাহুল। তিনি বলেছেন, ‘এই ঘটনা (কটাক্ষ, সমালোচনা) মাঝে মধ্যে আমাকে প্রভাবিত করে। মানসিক ভাবে এই ঘটনা আমার উপর প্রভাব ফেলে। তবে শুধু আমি নই, এই ঘটনা অনেককেই প্রভাবিত করে। অনেক মানুষই ইচ্ছে মতো কমেন্ট করতে পারেন, বলতে পারেন যে কোনও বিষয়ে। তাঁরা মনে করেন, যা খুশি বলা যায়। যা খুশি করা যায়।একবার তাকিয়ে দেখুন, যাঁকে কটাক্ষ করছেন, তাঁর কী অবস্থা হয়।’
আরও পড়ুন: W-W-W-1-W-1b- GT-র ইনিংসের শেষ ওভারে ভুবি ধামাকা, ডেথ ওভারে কাঁপুনি ধরালেন তারকা
রাহুল আরও জানান, কোনও অ্যাথলিট কোনও দিন ইচ্ছা করে খারাপ পারফরম্যান্স করেন না। প্রত্যেকে একটা পর্যায়ে পৌঁছতে কঠোর পরিশ্রম করেন। সেই জায়গায় টিকে থাকতেও তাঁর কঠিন লড়াই করতে হয়। তবে দুর্ভাগ্যবশত অনেক সময়েই পরিকল্পনা মাফিক ফলাফল পাওয়া যায় না। তিনি বলেছেন, ‘কেউ খারাপ পারফরম্যান্স করতে চায় না। এটাই (খেলা) তো আমাদের জীবন। আমরা তো সারাক্ষণ এটাই করি। আমি আগেও বলেছি, ক্রিকেট খেলাটা ছাড়া আমি অন্য কিছু ভালো ভাবে করতে পারি না। আমি জানি না, কেন কেউ তার পরেও এটা মনে করেন যে, আমি ইচ্ছা করে খারাপ পারফরম্যান্স করছি। বা পারফরম্যান্স করার আমার কোন ইচ্ছাই নেই! অনেকে এটা মনে করেন যে, আমি কঠোর পরিশ্রম করছি না। আমি কঠোর পরিশ্রম করলেও, অনেক সময়ে ফলাফল আমার পক্ষে যায় না।’
এই পডকাস্টে রাহুল ভারতের ছোট্ট শহর ম্যাঙ্গালোর থেকে উঠে এসে তিন ফর্ম্যাটেই ভারতীয় দলের নিয়মিত সদস্য হওয়ার কাহিনী শুনিয়েছেন। রোহিত শর্মা, এম এস ধোনিদের সঙ্গে সাজঘর শেয়ার করার গল্প শুনিয়েছেন। সাজঘরের ভেতরের অনেক কাহিনীও তিনি সামনে এনেছেন।
For all the latest Sports News Click Here