সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলিংয়ের শিকার নায়সা, কী বললেন শুনে মা কাজল
কাজল কন্যা নায়সাকে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হতে হয়। সম্প্রতি সেই বিষয় নিয়ে এবার কাজল মুখ খুললেন। তিনি জানালেন তাঁর মেয়েকে সোশ্যাল মিডিয়ায় যে কটাক্ষের শিকার হতে হয় সেটার বিষয়ে তিনি কী ভাবেন, বা কীভাবে রিঅ্যাক্ট করেন। তিনি জানান, যে মা হিসেবে এগুলো তাঁর মোটেই ভালো লাগে না। চিন্তিত হয়ে পড়েন কখনও কখনও বিষয়গুলো নিয়ে। তবে একই সঙ্গে অভিনেত্রী বলেন যে সোশ্যাল মিডিয়ায় খারাপের পাশাপাশি অনেক ভালো কিছু আছে, একদিকে যেমন ট্রোল করার মতো মানুষজন আছে, তেমনই ভালো কাজকে সমর্থন জানানোর, উৎসাহ দেওয়ার মানুষও আছে। কাজল এবং অজয় দেবগনের দুই সন্তান, বড় সন্তান হলেন নায়সা এবং ছোট ছেলের নাম হল যুগ।
কাজলকে এরপর সালাম ভেঙ্কি ছবিতে দেখা যেতে চলেছে। এই ছবিটি আগামী ৯ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে। এই ছবিতে কাজল এমন এক মায়ের চরিত্রে অভিনয় করবেন যিনি তাঁর অসুস্থ ছেলের দেখভাল করেন, তাঁকে যত্নে রাখেন। কাজলের ছেলের চরিত্রে দেখা যাবে বিশাল জেঠওয়াকে। ছবিটির পরিচালনা করেছেন রেবতী মেনন।
এই ছবির প্রচারের সময়ই কাজলকে তাঁর মেয়ের বিষয়ে প্রশ্ন করা হয়, জানতে চাওয়া হয় অনলাইনে নায়সাকে যে এত ট্রোলের সম্মুখীন হতে হয় সেই বিষয়ে তিনি ভাবেন বা বলতে চান। এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী ইটি টাইমসকে বলেন, ‘ সোশ্যাল মিডিয়ার একটা অদ্ভুত অঙ্গ হয়ে গিয়েছে এই ট্রোলিং। এটাই এখন এই মিডিয়ার ৭৫ শতাংশ জুড়ে রয়েছে। বিষয়টা এখন এমন হয়ে দাঁড়িয়েছে যে, তুমি যদি ট্রোলড হও তবেই তুমি বাকিদের চোখে পড়বে। বিখ্যাত হলেও তোমায় ট্রোলড হতে হবে, বিখ্যাত না হলেও হতে হবে।’
তবে অভিনেত্রী জানান নায়সাকে যখন অনলাইনে ট্রোল করা হয় তখন বিষয়টা তাঁর কাছে অত্যন্ত উদ্বেগের হয়ে দাঁড়ায়। কিন্তু আশার কথা এই যে তিনি যখন যে কমেন্ট বা মন্তব্যগুলো দেখেন তখন দেখেন ১০০টার মধ্যে ২টো খারাপ মন্তব্য রয়েছে। আর সেটাকেই হাইটলাইট করা হয়েছে।
মা হিসেবে মেয়েকে তিনি কী বলেন এই ট্রোলিং নিয়ে? এই বিষয়ে তিনি জানান, নায়সাকে তিনি সবসময় জীবনের উজ্জ্বল দিকটা দেখতে বলেন এই খারাপ, নেতিবাচক দিকটাকে পাত্তা না দিয়ে। অভিনেত্রীর কথায়, ‘আমি ওকে সবসময় বলি, একজন যদি তোমায় খারাপ বলে তাহলে দেখবে ১০,০০০ জন তোমায় ভালো বলছে। তুমি সব থেকে সুন্দর সেটা জানাচ্ছে।’
বর্তমানে নায়সা সিঙ্গাপুর থেকে স্কুল পাশ করে সুইজারল্যান্ডে গিয়েছে উচ্চশিক্ষার জন্য। তবে আগামীতে নায়সাকে বলিউডে দেখা যাবে কিনা জানতে চাওয়া হলে একটি সাক্ষাৎকারে অজয় দেবগন জানান যে তাঁদের মেয়ে এখনও এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি।
For all the latest entertainment News Click Here