সোমবারে এক ধাক্কায় কমলো ‘সত্যপ্রেম কি কথা’র আয়, ১২ দিনে কত লক্ষ্মীলাভ হল ছবিরো
শনি-রবি আসতেই বক্স অফিসে কামাল দেখাচ্ছে কার্তিক-কিয়ারার লাভ স্টোরি। কিন্তু নতুন সপ্তাহ শুরু হতেই ব্যবসা কমছে। গত দুই সপ্তাহ ধরে তাই দেখা যাচ্ছে আপাতত। গত সপ্তাহে পাঁচটা দিন তেমন আহামরি ব্যবসা না করলেও শনি রবি দারুণ লক্ষ্মীলাভ হয় ‘সত্যপ্রেম কি কথা’ ছবিটির। কিন্তু আবার সোমবার এক ধাক্কায় অনেকটাই কমলো আয়। সোমবার, অর্থাৎ ১০ জুলাই মেরে কেটে ২ কোটি মতো রোজগার করেছে এই ছবি।
কার্তিক, কিয়ারা ছাড়াও সমীর বিদ্বানের এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাচ্ছে গজরাজ রাও, সুপ্রিয়া পাঠক, শিখা তালসানিয়া, রাজপাল যাদব, অনুরাধা প্যাটেল, প্রমুখকে। গত ২৯ জুন মুক্তি পেয়েছে এই ছবি।
সাচনিল্কের রিপোর্ট অনুযায়ী রবিবার এই ছবির আয় ৬৬ শতাংশ বেড়েছিল। সেদিন এই ছবি ৫.২৫ কোটি টাকা আয় করেছিল। কিন্তু সোমবার আসতেই আয় কমে দাঁড়াল ২ কোটিতে। ‘সত্যপ্রেম কি কথা’র মোট বক্স অফিস কালেকশন হয়েছে ৬৮ কোটি।
কার্তিক-কিয়ারার প্রথম ছবি ‘ভুল ভুলাইয়া ২’ যে ম্যাজিক দেখিয়েছিল, যে জনপ্রিয়তা পেয়েছিল তার ধারপাশ দিয় যাচ্ছে না তাঁদের এই দ্বিতীয় ছবি। ‘ভুল ভুলাইয়া ২’ প্রথম সপ্তাহে ৯২ কোটি এবং ভারতীয় বক্স অফিসে মোট ১৮৫ কোটি আয় করেছিল মুক্তি পাওয়ার পর। সেই ভূতের ছবিতে এই দুই অভিনেতা ছাড়াও টাবু, সঞ্জয় মিশ্র, অমর উপাধ্যায়, মিলিন্দ গুনাজি ছিলেন।
তবে হ্যাঁ, ‘ভুল ভুলাইয়া ২’ -এর ব্যবসাকে ছুঁতে না পারলেও চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া কার্তিকের ‘শেহজাদা’র তুলনায় ঢের ভালো আয় করেছে এই ছবি। রোহিত ধাওয়ান পরিচালিত সেই ছবি বক্স অফিসে মোট ৩২ টাকা রোজগার করেছিল। কার্তিক-কৃতির জুটি ওই যাকে বলে একেবারে মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে।
আপাতত কার্তিক তাঁর পরবর্তী ছবির কাজ শুরু করলেন। তাঁকে কবীর খানের আগামী ছবি ‘চান্দু চ্যাম্পিয়ন’-এ দেখা যাবে। তিনি সেই ছবির কাজে এদিন মুম্বই থেকে বাইরে যান। তাঁকে মঙ্গলবার সকালে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে। অভিনেতা নিজেই কিছুদিন আগে এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করেছেন পোস্টার শেয়ার করে। তিনি সেই পোস্টের ক্যাপশনে লেখেন, ‘অন্যতম কঠিন সফর যা আমি শুরু করতে চলেছি। চান্দু নই, আমি চ্যাম্পিয়ন। ১৪ জুন ২০২৪।’ সাজিদ নাদিয়াওয়ালা এই ছবির প্রযোজনা করবেন।
For all the latest entertainment News Click Here