সোবার্সের সঙ্গে দেখা বিরাটের, ‘স্যার’ গ্যারির কাঁধে হাত দিয়ে তুললেন ছবি- ভিডিয়ো
ভারতীয় ক্রিকেট দল টেস্ট এবং একদিনের ম্যাচ খেলতে পৌঁছে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজে। ইতিমধ্য়েই অনুশীলন শুরু করে দিয়েছেন বিরাট কোহলিরা। প্রথমে টেস্ট সিরিজ ও তারপরে একদিনের ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় দল। টি-টোয়েন্টি সিরিজ রয়েছে এই সফরে। তবে তার জন্য এখনও দল ঘোষণা করা হয়নি। এই সফরে স্বাভাবিকভাবেই সকলের নজরে রয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ক তারকা ব্যাটার বিরাট কোহলির দিকে। ১২ জুলাই থেকে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। তার আগে কোহলি দেখা করলেন কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার স্যার গারফিল্ড সোবার্সের সঙ্গে।
ওয়েস্ট ইন্ডিজের একটি ক্রিকেট স্টেডিয়ামে স্যার গারফিল্ড সোবার্সের সঙ্গে দেখা করতে আসেন বিরাট কোহলি। তাদের সাক্ষাতের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। স্বাভাবিকভাবেই তা ভাইরাল হতে সময় নেয়নি। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে সোবার্স ও বিরাট করমর্দন করছেন। পাশে দাঁড়িয়ে রয়েছেন স্যার গারফিল্ড সোবার্সের স্ত্রীও। তারা কিছু কথাবার্তা চালালেও তা ভিডিয়োটিতে স্পষ্টভাবে বোঝা যায়নি। তবে দেখে মনে হয়েছে বেশ খোশ মেজাজে ছিলেন তারা। একসঙ্গে ছবিও তোলেন।
দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হারার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারত। এই টেস্ট ম্যাচ দিয়েই এই মরশুমের ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হবে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দুটি ম্যাচের টেস্ট সিরিজ খেলবে রোহিতরা। এই সিরিজে স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছেন বিরাট।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ কর্মকর্তাদের সূত্রে জানা যাচ্ছে ভারতীয় দল তাদের অনুশীলন কেনসিংটন ওভালে শুরু করবে। অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডের হাই-পারফরম্যান্স সেন্টারে ওয়েস্ট ইন্ডিজ দল তাদের ক্যাম্প করবে। এরপর দুই দলই টেস্ট খেলতে ডমিনিকা উড়ে যাবে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে থাকা ক্রিকেটাররা সরাসরি ডোমেনিকাতে দলের সঙ্গে যোগ দেবে বলে জানা গেছে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড মারফত।
এই বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। তাতে যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তা নিয়ে আলোচনা হচ্ছে সর্বত্র। দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং একসময়ে বিশ্বজুড়ে দাপিয়ে বেড়ানো এই দ্বীপ রাষ্ট্র কিভাবে তাদের এই পরিস্থিতি মোকাবেলা করে সেটাই এখন দেখার। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ তাদের জন্যও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। অন্যদিকে ভারতীয় দলও এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সামগ্রিকভাবে দলের ভালো পারফরম্যান্স থাকলেও দীর্ঘদিন আইসিসির ট্রফি নেই তাদের কাছে। টেস্ট এবং একদিনের ম্যাচ মিলিয়ে কার্যত বিশ্বকাপের মহড়া সেড়ে নিচ্ছেন রোহিত-বিরাটরা।
For all the latest Sports News Click Here