সোফায় নয়, স্টেডিয়ামে বসে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার স্বপ্ন অস্ট্রেলিয়া অধিনায়কের
শুভব্রত মুখার্জি: ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখতে সারা বিশ্বের ক্রিকেট অনুরাগীরা মুখিয়ে থাকেন। এমন ম্যাচ ঘিরে আলাদা উত্তেজনা উন্মাদনা থাকে। রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কের অবনতি ভারত ও পাকিস্তানের আইসিসিআই আয়োজিত টুর্নামেন্টগুলিতে পরস্পরের মুখোমুখি হয় এই দুই দেশ। সাধারণ দর্শকদের পাশাপাশি এই ম্যাচ নিয়ে আলাদা আগ্রহ থাকে ক্রিকেটারদের মধ্যেও। আর সে কথাই স্পষ্ট করে দিলেন অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। সম্প্রতি মেলবোর্নে হয়ে গেল ভারত বনাম পাকিস্তান ম্যাচ। স্টেডিয়ামে দর্শকদের উন্মাদনা দেখার পরে ফিঞ্চ জানিয়ে দিয়েছেন, অবসরের পরে তিনি স্টেডিয়ামে বসেই ভারত বনাম পাক ম্যাচের আনন্দ উপভোগ করতে চান।
ফিঞ্চ জানিয়েছেন ‘ভারত বনাম পাকিস্তান ম্যাচের রেজাল্ট কী হল সেটা বড় কথা নয়। আমি মনে করি ভারত বনাম পাকিস্তানের এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। আমি বাড়িতে বসে এই ম্যাচ দেখতে দেখতেও নার্ভাস অনুভব করছিলাম। ম্যাচ শুরুর আগে এই ম্যাচকে ঘিরে যে উন্মাদনা, উত্তেজনা তৈরি হয়েছিল তা দেখে আমি বুঝতে পেরেছিলাম দুই দেশের সমর্থকদের কাছে কত বড় এই ম্যাচটা। যেদিন আমি অবসর নেব, মাঠে গিয়ে ভারত পাকিস্তানের এমন ম্যাচ লাইভ দেখার সুযোগ পাব।’ তিনি আরও যোগ করেন ‘আমি হোটেলর ঘরে বসেছিলাম। সেখানেই ম্যাচের আগের পরিস্থিতি দেখে মনে মনে নার্ভাস অনুভব করছিলাম। একটা অদ্ভুত অনুভূতি সত্যি কথা বলতে।’
বিরাট কোহলির অপরাজিত ৮২ রানের ইনিংস নিয়ে বলতে গিয়ে তিনি বলেন ‘বিরাটের ওই ইনিংসটা (৮২*) নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই। একটা মাস্টারক্লাস ইনিংস খেলেছে বিরাট কোহলি। ওর ব্যাটিংটা দেখে সেটা সবসময় আমার উপলব্ধি হয় যে অনবদ্য একটা মাস্টারক্লাস ও উপহার দিচ্ছে। তিন ওভার বাকি থাকা অবস্থাতেই আমি মনে করেছিলাম এই ম্যাচে ও ভারতকে একটা ভালো জায়গায় পৌঁছে দেবে। যে ধরনের চাপ ও বিপক্ষের উপর তৈরি করেছিল তা ওর ব্যাটিং দেখে বোঝা যাচ্ছিল। ওর ব্যাটিং দেখতে পারাটা আমার কাছে খুব সৌভাগ্যের বিষয়।’
প্রসঙ্গত রবিবার সুপার-১২’র ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। সেই ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে ১৫৯ রান করে। জবাবে ব্যাট করতে নেমে একটা সময় বেশ বেকায়দায় পড়ে গিয়েছিল ভারতীয় দল। ৩১ রানে চার উইকেট পড়ে গিয়েছিল তাদের। সেখান থেকে হার্দিক পান্ডিয়াকে সঙ্গী করে ১১৩ রানের জুটি গড়ে ভারতকে ম্যাচে ফেরান তিনি। বিরাট কোহলি ৫৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলে ভারতকে একটি অবিস্মরণীয় জয় এনে দেন।
For all the latest Sports News Click Here