‘সোনা বেবি, মিষ্টি মা’, দিয়ার কোলে একরত্তি আভ্যানকে দেখে ভালোবাসা উজাড় বিপাশার
ছেলে অভ্যান আজাদ রেখির সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন অভিনেত্রী দিয়া মির্জা। একরত্তি ছেলের সঙ্গে নেটমাধ্যমে ছবি পোস্ট করেছেন মাম্মি দিয়া। বেবি কেরিয়ারে মায়ের কোলে ঘুমোচ্ছে একরত্তি আভ্যান। দিয়ার পোস্ট করা ছবি দেখে প্রশংসা করেছেন অভিনেত্রীর সহকর্মী এবং ঘনিষ্ঠরা।
ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘কল্পনায়’। স্বামী বৈভব রেখিকে ছবিতে ট্যাগ করেছেন দিয়া। অভিনেত্রী বিপাশা বসু ছবির কমেন্টে লিখেছেন, ‘সোনা বেবি, মিষ্টি মা।’ করিশ্মা কাপুর, ডায়ানা পেন্টি, অদিতি রাও হায়দারি, গুল পানাগ, সৃষ্টি ভেল দিয়টার পোস্ট করা ছবিতে ভালোবাসা উজাড় করেছেন।
গত বছর মে মাসে পুত্রসন্তানের মা হয়েছেন দিয়া মির্জা। একরত্তি ছেলের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন নতুন মা দিয়া। তিনি এবং স্বামী বৈভব রেখি মিলে ছেলের নাম রেখেছেন, ‘অভ্যান আজাদ’। প্রায়শই ছেলের ঝলক নেটমাধ্যমে শেয়ার করেন অভিনেত্রী।
বৈভব রেখির সঙ্গে বিয়ের পর হানিমুনে গিয়ে দিয়া জানিয়েছিলেন তিনি গর্ভবতী। ১৪ মে জন্ম হয় আভ্যানের। কিন্তু জুন মাসের আগে সে খবর কাউক জানাননি তাঁরা। প্রি-ম্যাচিওর ডেলিভারি হয়েছিল খুদে আভ্যানের। ছেলের হাতের মুঠোয় নিজের আঙুলের ছবি পোস্ট করে ছেলে হওয়ার কথা সকলকে জানিয়েছিলেন অভিনেত্রী।
কিছু শারীরিক সমস্যার কারণে হঠাৎ করে সিজার করার প্রয়োজন পড়ে দিয়ার। আভ্যানকেও রাখা হয়েছিল নিওনেটাল ICU-তে ডাক্তারদের তত্ত্বাবধানে। তাই প্রায় ১ মাস পর ছেলে হওয়ার সুখবর সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করেছিলেন দিয়া।
For all the latest entertainment News Click Here