‘সোনালি’ শহরে ‘রূপালি’ লেহেঙ্গায় বিয়ের পিঁড়িতে বসলেন কিয়ারা?
অবশেষে গুজব, প্ল্যানিং, হইচই, সহ স্বপ্ন পূরণের দিন হাজির। ইতিমধ্যেই সাত পাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানি। বলি পাড়ার সব থেকে চর্চিত এবং জনপ্রিয় এই জুটিকে নিয়ে কম চর্চা হয়নি। কিন্তু এই দুজন মানুষ গোটা সময়টা চুপ থেকেছেন। কোনও বিষয়ে একটিও কথা বলেননি। অবশেষে তাঁরাই গাঁটছড়া বাঁধলেন আজ। প্রেম সপ্তাহের প্রথমদিনই তাঁরা নতুন পথচলা শুরু করলেন।
এখনও পর্যন্ত সিদ্ধার্থ কিয়ারার বিয়ের মণ্ডপের ছবি প্রকাশ্যে এলেও, ব্যান্ড পার্টিকে ফুলের ছাতা নিয়ে দেখা গেলেও নব দম্পতি বা অতিথিদের দেখা মেলেনি। সেই নাই মিলতে পারে। তবে যাঁরা এই বিয়ের সাক্ষী রইলেন তাঁরা তো তাঁদের অভিজ্ঞতা জানাতেই পারেন।
সিদ্ধার্থ কিয়ারার বিয়ে নিয়ে যথেষ্ট কড়াকড়ি করা হয়েছে। তবে একজন প্রত্যক্ষদর্শী, সম্ভবত সূর্যগড় প্রাসাদের এক কর্মচারী জানান, সিদ্ধার্থ এবং কিয়ারা দুজনেই রূপালি রঙের পোশাক পরেছেন। কিয়ারা রূপালি রঙের লেহেঙ্গায় সেজেছেন। অন্যদিকে সিডের পরনে ছিল রূপালি রঙের শেরওয়ানি।
প্রত্যক্ষদর্শীর বয়ান জানা গেলেও এখনও বিয়ের কোনও ছবি প্রকাশ্যে আসেনি। তবে অন্য একটি জিনিস প্রকাশ্যে এসেছে। এই দুই অভিনেতার উইকিপিডিয়ার পেজে তাঁদের রিলেশনশিপ স্ট্যাটাস পাল্টে গিয়েছে। সেখানে তাঁদেরকে একে অপরের স্পাউস বলে দেখানো হচ্ছে।
এদিন ঘোড়ায় চড়ে বিয়ে করতে আসেন সিদ্ধার্থ। তাঁর ঘোড়াটিকে বেশ সুন্দর করে সাজানো হয়েছিল। অন্যদিকে বিয়ের মণ্ডপ সেজে উঠেছিল গোলাপি ফুলের সমাবেশে।
শেরশাহ ছবিতে দর্শকরা যে অনস্ক্রিন জুটিকে দেখেছিল, মুগ্ধ হয়েছিল সেই জুটি যে বাস্তবেও এভাবেই ধরা দেবেন কেই বা আর ভেবেছিল। তবে তাঁদের অনস্ক্রিন এবং অফ স্ক্রিন দুটো রসায়ন যে জমজমাট সেটা বলাই যায়।
For all the latest entertainment News Click Here