‘সোনার কেল্লা’র পর ‘হত্যাপুরী’তে ঘটবে একই ঘটনা! ট্রেলার লঞ্চে মিলল আভাস
দীর্ঘ ৬ বছর পর সন্দীপ রায়ের হাত ধরে বড়পর্দায় ফিরছে ফেলুদা। ফিরছে অতীতের স্মৃতি। এই বছর ২৩ ডিসেম্বর পুনরাবৃত্তি ঘটতে দেখা যাবে ১৯৭৪ সালের ২৭ ডিসেম্বরের একটি ঘটনার। ভাবছেন কী? তার আগে জেনে নিন, ৩০ ডিসেম্বর মুক্তি পেল ফেলুদার আগামী ছবি ‘হত্যাপুরী’র ট্রেলার। দক্ষিণ কলকাতার একটি হেরিটেজ রেস্তরাঁয় এই ছবির ট্রেলার লঞ্চ হল। কিছু দিন আগেই টিজার প্রকাশ্যে এসেছে ছবির, সকলের সেটা পছন্দও হয়েছে বেশ। এবার ট্রেলার কেমন লাগল সেটাই দেখার পালা।
‘হত্যাপুরী’ ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির বেশিরভাগ কলাকুশলীরা। পরিচালক সন্দীপ রায় থেকে ‘ফেলুদা’ ইন্দ্রনীল সেনগুপ্ত, ‘তোপসে’ আয়ুষ দাস থেকে ‘জটায়ু’ অভিজিৎ গুহ-সহ অন্যান্য অভিনেতারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।
১৯৭৪ সালে প্রথমবারের জন্য বাঙালি পেয়েছিল ফেলু-লাল-তোপসে ত্রয়ীকে। সত্যজিৎ রায় পরিচালিত ছবি সোনার কেল্লায় ফেলুদার চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, জটায়ু হয়েছিলেন সন্তোষ দত্ত এবং তোপসে হয়েছিলেন সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। সেই ত্রয়ী আজও বাঙালির মননে অমর হয়ে আছে। এরপর ফেলুদা বড়পর্দায় এসেছে বেশ কয়েক বার। সব্যসাচী চক্রবর্তী ফেলুদার ভূমিকায় অভিনয় করেছেন। কিন্তু বড়পর্দায় একেবারে নতুন ফেলুদা-তোপসে-লালমোহন দেখার সুযোগ বাঙালি পাননি। কারণ তার আগেই ছোটপর্দায় সব্যসাচীকে ফেলুদা হিসাবে দেখে ফেলেছিলেন বাঙালি দর্শক।
ফলে সেই হিসাবে ১৯৭৪ সালের পর ২০২২ সালে বাঙালি বড়পর্দায় একদম নতুন ফেলুদা-তোপসে-জটায়ু ত্রয়ীকে পেতে চলেছে। এবার ফেলুদার চরিত্রে থাকছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। তোপসের ভূমিকায় অভিনয় করবেন আয়ুষ দাস এবং জটায়ু হয়েছেন অভিজিৎ গুহ।
হত্যাপুরী ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, শুভাশিস দে, সাহেব চট্টোপাধ্যায়, সন্দীপ চক্রবর্তী, দেবরাজ চট্টোপাধ্যায়, সোমশুভ্র মুখোপাধ্যায় প্রমুখকে। এই ছবির সিনেমাটোগ্রাফি করেছেন শশাঙ্ক পালিত, ক্রিয়েটিভ হেড ছিলেন অন্তরা মিত্র। ছবির পরিচালনা করেছেন সন্দীপ রায়। শ্যাডো ফিল্মস এবং ঘোষাল এন্টারটেইমেন্ট যৌথভাবে হত্যাপুরীর প্রযোজনা করেছে।
এই ছবির বিষয়ে কথা বলতে গিয়ে পরাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শীতকাল মানেই নলেন গুড় এবং ফেলুদা। বহু বছর পর শীতের ছুটিতে ফেলুদা ফিরছে বড়পর্দায়।’ পরিচালকের কথায়, ‘আশা করি ফেলুদার ভক্তরা এই ছবি ভালোভাবে গ্রহণ করবেন। তাঁদের ভালো লাগবে এই ছবি, এই আশা করি। নতুন ফেলুদা, জটায়ু এবং তোপসের মধ্যে যে রসায়ন তৈরি হয়েছে তা কারও মন্দ লাগবে না।’
আগামী মাসের ২৩ তারিখ বড়পর্দায় আসতে চলেছে হত্যাপুরী। পুরীতেই হবে এবার রহস্যের সমাধান।
For all the latest entertainment News Click Here