‘সোনাই আমার ভগবান’, জানেন বাপ্পি লাহিড়ির গা ভর্তি সোনা পরার কারণ কী ছিল?
বুধবার মুম্বইয়ের হাসপাতালে মৃত্যু হয় কিংবদন্তি সংগীতশিল্পী বাপ্পি লাহাড়ির। প্রায় পাঁচ দশক ধরে বিস্তৃত তাঁর সংগীতজীবন। নিজের গান দিয়ে নাচিয়ে ছেড়েছিলেন ছোটবড় সকলকেই। ‘ডিস্কো কিং’র তকমাও পেয়েছিলেন। তবে গানের পাশাপাশি বাপ্পি লাহিড়ি জনপ্রিয় ছিলেন তাঁর ফ্যাশনের জন্য। সোনার গয়না, রঙিন সানগ্লাসে ভিড়ের মধ্যেও আলাদা হয়ে থাকতেন এই প্রতিভাধর।
ভারতের ‘গোল্ড ম্যান’ হিসেবেও পরিচিত ছিলেন তিনি। কিন্তু জানেন কি, কেন সবসময় এত সোনার গয়না পরে থাকতেন তিনি? বাপ্পি বলতেন, ‘গোল্ড ইজ মাই গড’! তবে সোনার গয়না পরার কারণ নিজেই জানিয়েছিলেন একবার নিজের সাক্ষাৎকারে। জানিয়েছিলেন আমেরিকান রকস্টার এলভিস প্রেসলির থেকেই তিনি উৎসাহ পেয়েছিলেন এই ব্যাপারে।
বাপ্পি জানিয়েছিলেন, ‘হলিউডে বিখ্যাত গায়ক এলভিস প্রেসলি গলায় সোনার হার পরতেন। আর আমি ছিলাম প্রেসলির বড় ভক্ত। আমি ভাবতাম আমি যদি কখনও সাফল্য পাই, তাহলে আমি নিজের ইমেজ আলাদাভাবে তৈরি করব। ভগবানের আশীর্বাদে আমি সোনা দিয়ে তা করতে পেরেছি। অনেক লোকই ভাবেন আমি দেখনদারির জন্য সোনার গয়না পরি। কিন্তু তা সত্যি নয়। সোনার আমার জন্য খুব পয়া।’
একদম প্রথম দিকে সোনার গয়না পরতেই দেখা যেত সকলের প্রিয় বাপ্পিদাকে। তবে পরবর্তীতে নিজের গয়নার জন্য ‘Luminex Uno’ নামের একটি ধাতু ব্যবহার করতেন। যা খুব মূল্যবান বিকল্প হিসেবে ধরা হত সোনার গয়না প্রস্তুতকারী ও বিনিয়োগকারীদের জন্য।
বাপ্পি নিজেই জানিয়েছেন, ‘Luminex Uno ধাতু তৈরি করা হত সোনা, প্ল্যাটিনাম আর রুপো দিয়ে। আমি নিশ্চিন্তে এই ধাতুর প্রচার করতে চাই।’
For all the latest entertainment News Click Here