সোনম বলল, বাবা চোখ বন্ধ করে হ্যাঁ বলে দাও, আমিও রাজি হলাম: অনিল কাপুর
চলতি বছরের শুরুতে ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘দ্যা নাইট ম্যানেজার’। যেখানে অস্ত্র ব্যবসায়ীর ভূমিকায় অভিনয় করেছেন অনিল কাপুর। ওয়েব সিরিজের গল্পে আদিত্য রায় কাপুর ও শান সেনগুপ্ত পিছনে ষড়যন্ত্রে লিপ্ত হতে দেখা গিয়েছে অনিল কাপুরকে। এমন একটি খলনায়কের (ডার্ক) চরিত্রে অভিনয় করেও বেশ প্রশংসাই পেয়েছেন বলে জানিয়েছেন অনিল। দর্শকদের পছন্দের কথা মাথায় রেখে আসছে ‘দ্যা নাইট ম্যানেজার’ পার্ট ২। খুূূব সম্ভবত জুনে মুক্তি পাবে ওয়েব সিরিজটি।
সম্প্রতি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে এসে অনিল কাপুর জানান, তিনি নাকি প্রথমদিকে এই ওয়েব সিরিজে অভিনয়ের বিষয়ে রাজি হচ্ছিলেন না। ‘দ্যা নাইট ম্যানেজার’-এ অভিনয়ের প্রস্তাব গ্রহণ করার জন্য একপ্রকার তাঁকে জোর করেছিলেন সোনম কাপুর। যেকারণে মেয়ে সোনমকে ধন্যবাদও জানিয়েছেন অনিল। সেবিষয়ে অনিল বলেন, ‘দ্য নাইট ম্যানেজারের জন্য আমি বহু মানুষের প্রতিক্রিয়া পেয়েছি। তা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ফোন পেয়েছি এবং পর্যালোচনা করেছেন অনেকেই। আর তাতে আমি একপ্রকার অবাক।
বছর ৬৬-র অনিল কাপুরের কথায়, ‘অনেক বিষয়েই সিদ্ধান্ত নিতে না পারলে ছেলেমেয়েদের উপর ভরসা করতে হয়। কোনও কিছু নিয়ে সংশয় থাকলে জিগ্গেস করি। এমনকি সেটা পেশার ক্ষেত্রেও। শুধু সন্তানদের কাছ থেকে নয়, বহু অল্পবয়সীদের কাছ থেকেই আমি অনেক কিছু শেখার চেষ্টা করি। যেমন দ্যা নাইট ম্যানেজার-এর চিত্রনাট্য যখন আমার হাতে এল, তখন আমি সোনমকে জিগ্গেস করি। কারণ ও বইটি পড়েছে। ওকে জিগ্গেস করতেই বলল, বাবা চোখ বন্ধ করে হ্যাঁ বলে দাও।’ শুধু সোনম নয়, আমার ছেলে হর্ষবর্ধনের ক্ষেত্রেও আমি তাই করি। নেটফ্লিক্স ‘থার’ সিনেমাটি নেওয়ার পর প্রচুর পুরস্কার এসেছে, ডিওপি, সিনেমা এবং আমি পুরস্কৃত হয়েছি। এক্ষেত্রেও আমি আমার ছেলে হর্ষবর্ধনের কথা শুনে এটাতে কাজ করতে রাজি না হলে হয়ত এটা হত না।
প্রসঙ্গত, থার ছাড়াও গতবছর ‘যুগ যুগ জিও’ ছবিতে দেখা গিয়েছে অনিলকে। এই মুহূর্তে অনিল কাপুরের হাতে রয়েছে ‘ফাইটার’, ‘অ্যানিমাল’ এবং ভূমি পেডনেকরের সঙ্গে আরও একটি ছবি।
For all the latest entertainment News Click Here