সে কী! লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা মোনালিসা’র ছবিতে মালা পরিয়ে, ধূপ দেখালো গৌরী
মাত্র কয়েকদিনের মধ্যেই জি বাংলার ‘গৌরী এলো’ টিআরপি তালিকায় প্রথমের দিকে জায়গা করে নিয়েছে। তবে একথাও ভুললে চলবে না, শুরুর আগে থেকেই এই সিরিয়াল নেই কম ট্রোলিং হয়নি নেটপাড়ায়। মোহনা-বিশ্বরূপের নতুন জুটিকে ভালোবাসাতেও ভরিয়ে দিয়েছে দর্শকদের একটা বড় অংশ।
দিন কয়েক আগেই ঈশানকে বিয়ে করে শ্বশুরবাড়িতে পা রেখেছে গৌরী। সেখানে শৈল মায়ের সঙ্গে জমে উঠেছে গৌরীর টক্কর। সিরিয়ালে গল্পের গরু গাছে ওঠে এতো সবার জানা, কিন্তু এবার সিরিয়ালের নায়িকা এমন কীর্তি ঘটিয়ে বসল যে হাসির রোল নেটদুনিয়ায়। ঠিক কী ঘটেছে ‘গৌরী এলো’তে?
বিখ্যাত চিত্রকর লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা মোনালিসা ছবিটা সম্পর্কে কমবেশি সবার জানা। ঈশানের বাড়িতেও মোনালিসার একটি ছবি টাঙানো রয়েছে। সেই ছবি দেখে গৌরী ভেবে বসে এটা বুঝি কোনও ঠাকুরের ছবি। তাই সেই ছবিতে মালা পরিয়ে ধূপ দেখায় সে। আর বলে, তেত্রিশ কোটি দেবদেবী সব রূপ তো সে জানে না, এটা বোধহয় দেবীর কোনওরূপ হবে। তাই পুজো করল সে।
এই দৃশ্য দেখে হেসে কুটিপাটি নেটিজেনরা। লিওনার্দো দ্য ভিঞ্চির বিরল সৃষ্টি সম্পর্কে এক্কেবারেই কিছু জানে না গৌরী, আবার সেই ছবিতে মালা পরিয়ে পুজো করছে সে- এমনটা দেখে চোখ ছানাবড়া দর্শকদের। কেউ বলছেন, ‘এটাই দেখা বাকি ছিল’। কেউ আবার লিখেছেন, ‘ভাগ্যিস উনি আর বেঁচে নেই, এটা দেখলে নেহাত হার্টফেল হত দ্য ভিঞ্চির’।
তবে অনেকেই কিন্তু গৌরীর পাশেও দাঁড়িয়েছে। ফ্যানেদের দাবি একদম অজপাড়া গাঁয়ের মেয়ে গৌরী, তার পক্ষে কোনওভাবেই মোনালিসাকে চেনা সম্ভব নয়। চিত্রনাট্য অনুযায়ী যেমন চরিত্র তাঁর, তাতে কোনও ভুল দেখছে গৌরীর সাপোর্টাররা।
For all the latest entertainment News Click Here