‘সেহওয়াগের মতো ও দুরন্ত, ওর উপর ভারতের বিশ্বাস রাখা উচিত’, ২২ বছরের তরুণে মুগ্ধ ক্লার্ক
গত কয়েক বছরে ভারতীয় ক্রিকেটে বহু তরুণের উত্থান হয়েছে। এবং তাঁরা প্রত্যেকেই নিজেদের জায়গা তৈরি করার জন্য লড়াই চালাচ্ছেন। মহম্মদ সিরাজ, যিনি ২০২১ সালে ভারতের ব্রেকআউট তারকা ছিলেন, প্রায় তৃতীয় পেসারের বিকল্প হিসাবে ইশান্ত শর্মাকে পিছনে ফেলে দলে জায়গা করে নিচ্ছেন। শুভমান গিল, ময়াঙ্ক আগরওয়াল, হনুমা বিহারী, পৃথ্বী শ’র মতো ব্যাটাররা লড়াইয়ে রয়েছেন। তবে একমাত্র ঋষভ পন্তেরই প্রথম একাদশে জায়গা আপাতত পাকা।
অস্ট্রেলিয়ার প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক অবশ্য মনে করেন, পৃথ্বী শ’ খুবই ভালো প্লেয়ার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৮ বছর বসয়ে ভারতের হয়ে অভিষেক হয়েছিল। একটি সেঞ্চুরির হাত ধরে তাঁর অভিষেক হয়েছিল। কিন্তু গত গ্রীষ্মে অস্ট্রেলিয়ায় তিনি খারাপ পারফরম্যান্স করার পর দল থেকে বাদ পড়েছিলেন। তবে ক্লার্কের দাবি, পৃথ্বী শ’ অনেকটা বীরেন্দ্র সেহওয়াগের মতো। তাঁর উপর ভরসা রাখতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
সনি টেনের ডকুমেন্টারি ‘ডাউন আন্ডারডগস’-এ ক্লার্ক বলেছেন, ‘ও সেহওয়াগের মতোই অসাধারণ একজন প্লেয়ার। সেহওয়াগ একজন প্রতিভা ক্রিকেটার ছিলেন, যিনি ভারতের হয়ে দুরন্ত পারফরম্যান্স করেছেন। আমার সেহওয়াগের মতো ব্র্যান্ডের ক্রিকেটারই পছন্দ করি। অর্ডারের শীর্ষে থাকা আক্রমণাত্মক ব্যাটসম্যান। তাই সেহওয়াগ আমার প্রিয় একজন প্লেয়ার ছিলেন। আমি দেখতে চাই, ভারতও পৃথ্বী শ’র উপর বিশ্বাস রাখছে।’
অস্ট্রেলিয়া সফরে পৃথ্বী শ’র খারাপ পারফরম্যান্স নিয়ে ক্লার্ক বলেছেন, ‘পৃথ্বী শ’র কাছ থেকে খুব বেশি প্রত্যাশা করাট খুব কঠিন ছিল। ওর আরও সময়ের প্রয়োজন ছিল। অস্ট্রেলিয়াতে ওর প্রথম সুযোগ ছিল। তবে আমার কোন সন্দেহ নেই যে ও ভবিষ্যতে আরও ভালো করবে।’
For all the latest Sports News Click Here