সেহওয়াগকে আউট করা সবথেকে সহজ ছিল, দ্রাবিড়ের কাছে ঘুম উড়ত, দাবি পাক প্রাক্তনীর
ভারত বনাম পাকিস্তানের ম্যাচ ক্রিকেট বিশ্বে একটা আলাদা অর্থ বহন করে। এই ম্যাচটা শুধু দুই দেশের ক্রিকেটারদের মধ্যে সীমাবদ্ধ থাকেনা। দুই দেশের সমর্থকরা আলাদা নজরেই দেখে এই দুই চির- প্রতিদ্বন্দীদের লড়াই। ম্যাচের আবহাওয়াও অন্যরকম হয়। ব্যাটার এবং বোলারদের মধ্যে আলাদা উত্তেজনা কাজ করে। দুই পক্ষই চায় নিজেদের সর্বোচ্চটা বার করে এনে বিপক্ষ দলের ক্রিকেটারদের চাপে ফেলে দিতে। পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার রানা নাভেদ-উল-হাসান সম্প্রতি পুরনো একটি ম্যাচের কথা তুলে এনে বলেন, বীরেন্দ্র সেহওয়াগকে আউট করা অনেক সহজ। সেই জায়গায় রাহুল দ্রাবিড়কে বল করা অনেকটা কঠিন।
প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ নিজের সেরা দিনে যেকোনও বোলারের রাতের ঘুম কেড়ে নেওয়ার ক্ষমতা রাখতেন। সেই বিষয়ে কথা বলতে গিয়ে প্রাক্তন পাক পেসার নাভেদ বলেন, ‘২০০৪-০৫ সালের একটা সিরিজের কথা আমি বলছি। পাঁচটি ম্যাচের সিরিজে আমরা ২-০ তে এগিয়ে ছিলাম। তৃতীয় ম্যাচ খেলতে নামি আমরা। সেই ম্যাচে সেহওয়াগ ৮৫ রান করে। বড় বড় শট মারছিল ও। ভারত মোটামুটি ৩০০ রানের কাছাকাছি পৌঁছে যায়। সেহওয়াগ ৮৫ রানে ব্যাট করছে। সেই সময় আমার অধিনায়ককে আমি বলি বল দিতে। আমি সেই সময় তাকে একটা স্লোয়ার বাউন্সার দিই। আমি ওর কাছে গিয়ে বললাম, তুমি জানো না কিভাবে খেলতে হয়। তুমি যদি পাকিস্তানে থাকতে তাহলে কখনও আন্তর্জাতিক দলে জায়গা পেতে বলে আমি মনে করি না। সেহওয়াগও আমাকে কিছু কথা বলেছিল। তখন ইনজি (ইনজামাম উল হক) ভাইকে বলি পরের বলে সে আউট হচ্ছে। আমি সেহওযাগকে স্লোয়ার বল করি। ক্ষিপ্ত সেহওয়াগ বড় শট মারার চেষ্টা করে। কিন্তু তা পারেনি। সেহওয়াগের উইকেট এত গুরুত্বপূর্ণ ছিল যে ও আউট হওয়ার পর আমরা ম্যাচটি জিতে যাই। এইসব ফাস্ট বোলারের কিছু কৌশল। সেহওয়াগকে আউট করা সবচেয়ে সহজ। তবে রাহুল দ্রাবিড়কে বোলিং করা সবচেয়ে কঠিন।’
আর কিছুদিনের মধ্যে পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে শুরু হবে এশিয়া কাপ। প্রথমে এই টুর্নামেন্ট এককভাবে পাকিস্তানে হওয়ার কথা ছিল। কিন্তু ভারত পাকিস্তানে খেলতে যেতে অস্বীকার করে। ঠিক একই ভাবে ভারতে অনুষ্ঠিত আসন্ন ওডিআই বিশ্বকাপে পাকিস্তান দল পাঠানো নিয়ে টালবাহানা করছে। পাক সরকার একটি কমিটি তৈরি করেছে যারা পাকিস্তান ক্রিকেট দলের নিরাপত্তা জনিত বিষয়ে খতিয়ে দেখার পরেই সিদ্ধান্ত নেবে যে তারা ভারতে খেলতে আসবে কিনা। জল কোন দিকে গড়ায় এখন সেটাই দেখার।
For all the latest Sports News Click Here