‘সেলিব্রেশন শেষ, রাজ চলে গেল রাজের মতো…’, মিলন নয়, বিচ্ছেদের পথে হাঁটছেন পরীমনি!
মাসের ১০ তারিখটা ‘পরীমনি’র খুব প্রিয়। কারণ, প্রতিমাসের ১০ তারিখ, একমাস করে বয়স বাড়ে ছোট্ট রাজ্যর। এই দিনটাতে সেলিব্রেট করার সুযোগ বিন্দুমাত্র ছাড়েন না বাংলাদেশের ‘পরী’। চলতি জুনের ১০ তারিখও তেমনটাই হল। ১০ জুন, শনিবার ‘পরী’র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের ১০ মাস পূর্তি উপলক্ষ্যে একফ্রেমে দেখা গিয়েছিল পরীমনি, রাজ্য ও তাঁর নানাভাইকে। আর তাতেই ভুল হয়েছিল অনেকের। ভেবেছিলেন, বুঝি মান-অভিমান ভুলে ছেলের স্বার্থেই ফের কাছাকাছি এসেছেন রাজ-পরীমনি। ভাবেছিলেন, তাহলে এ যাত্রায় পরীমনির বিয়েটা হয়ত টিকে গেল।
আজ্ঞে নাহ। সোমবার নিজের ফেসবুক পোস্টে সকলের ভুল ভাঙালেন পরীমনি। রাজ, তাঁদের রাজ্যের জন্য পরীমনির কাছে এসেছিলেন ঠিকই, তবে থাকেননি। সেলিব্রেশন শেষ হতেই রাজ ফিরে গিয়েছেন। তাই ‘রাজ-পরীমনি সব ভুলে ফের এক হলেন’, এমন শিরোনামে খবর হলেও বাস্তবে তা ঘটেনি বলেই জানাচ্ছেন অভিনেত্রী।
নিজের ফেসবুক পোস্টে ঠিক কী লিখেছেন পরীমনি?
অভিনেত্রী লেখেন, ‘আপনাদের মধ্যে অনেকের মতো আমিও খুশি হয়ে যাই খবরের এসব শিরোনাম দেখে! সব ভুলে আবার এক হলেন……কিন্তু সব কি আর সবসময় এক হয়? আমরা দশ তারিখটা (যেটি আমাদের জীবনের অনেক স্পেশাল দিন। আমাদের বাচ্চার পৃথিবীতে আসার দিন এটি) সেলিব্রেট করেছি মাত্র। আগামী দিনেও করবো। যেখানে আমরা জীবনের অন্য কোন ইস্যু টানবো না। নয় তারিখ রাতে নানাভাই ঢাকায় আসেন।তারপর এই আয়োজন,সবাই মিলে। শুধু নানাভাই রয়ে গেলেন আমার কাছে। আর,রাজ চলে গেল রাজের মতো……আশা করি এটা এখানেই শেষ হবে।’
আরও পড়ুন-‘সন্তানের মাকে সম্মান করি’, রাজের এমন কথাতেই কি বরফ গলল! রাগ ভাঙল পরীমনির?
পরীমনির এই পোস্টের নিচে অনেকেই অভিনেত্রীকে স্বান্তনা দিয়েছেন। ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন। কেউ লিখেছেন, ‘ধৈর্য ধরো আপু নানু আর বাবুকে বেশি বেশি সময় দাও, ওরাই তোমার সবচেয়ে আপনজন। তুমি ভালো থাকলে ওরা দুইজন ভালো থাকবে।’ এভাবে অনেকেই পরীমনিকে ধৈর্য ধরার কথা বলেছেন। কেউ লিখেছেন ‘সময় সব ঠিক করে দেবে।’
প্রসঙ্গত, ২৯ মে শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের তিন অভিনেত্রীর ব্যক্তিগত ভিডিয়ো ফাঁস ঘিরে সমস্যার সূত্রপাত। এই ভিডিয়ো, ছবি নাকি পরীমনিই রাজের অ্যাকাউন্ট থেকে ফাঁস করেছেন। এমন অভিযোগ উঠার পরই রাজ-পরীমনির সম্পর্কে ভাঙন ধরে। স্ত্রী, পুত্র ছেড়ে আলাদা থাকা শুরু করেন শরিফুল রাজ। ফেসবুক লাইভে কেঁদে ডিভোর্সের কথাও বলেছিলেন পরীমনি। তবে সত্য়িই কি রাজ-পরীমনির দাম্পত্য জীবন বিচ্ছেদের পথেই এগোচ্ছে? নাকি ফের আগের মতো দ্বন্দ্ব ভুলে কাছাকাছি আসবেন তাঁরা। এ প্রশ্নের উত্তর একমাত্র সময়ই দেবে…।
For all the latest entertainment News Click Here