সেলফি না তুললে ছাড়া পাবেন না! শাহরুখকে ছেঁকে ধরা হল শ্রীনগরে, Viral Video
শাহরুখ খানকে শুক্রবার শ্রীনগর থেকে ফ্লাইট ধরতে দেখা যায়। সেই সময় সহযাত্রীরা একপ্রকার ঘিরে ধরেছিলেন কিং খানকে। একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ইন্টারনেটে, যেখানে দেখা যাচ্ছে সেলফি তোলার আবদারে এসআরকে-কে ছেঁকে ধরেছে সবাই। যেন জনঅরণ্যে হারিয়ে গিয়েছেন অভিনেতা। শাহরুখ সেই ভিড় কেটে বেরিয়ে আসার চেষ্টা করলেও ভক্তরা তাঁকে সেলফি তুলে ছাড়া বেরিয়ে আসতে দিচ্ছিল না।
বিমানবন্দরে এদিন কিং খানকে দেখা যায় কালো রঙের পোশাকে। অনলাইনে প্রকাশিত কয়েকটি ছবিতে শাহরুখকে বোম্বার জ্যাকেট পরে দেখা গিয়েছে। ডাঙ্কি ছবির বিশেষ একটি দৃশ্যের শ্যুটে উপত্যকায় গিয়েছিলেন তিনি। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিতে রয়েছেন তাপসী পান্নুও।
গ্রেটার কাশ্মীরের এক প্রতিবেদন অনুসারে, রাজকুমার হিরানি মধ্য কাশ্মীরের গান্দেরবাল জেলার সোনমার্গের একটি বিখ্যাত রিসর্ট ছবির কিছু দৃশ্যের শ্যুট করেছেন। ‘সোনমার্গে নির্ধারিত সিনেমার একটি অংশের শ্যুটিং শেষ হয়েছে এবং কলাকুশলীরা শ্রীনগরে ফিরে আসছেন। বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরে একটি গানের কিছু অংশের কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে’, একটি সূত্র জানিয়েছে ওই প্রকাশনাকে। সিনেমার একটি অংশের শ্যুট ডাল লেকেও হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে।
ডাঙ্কি সিনেমাটি কানাডায় অভিবাসিত একটি পঞ্জাবি ছেলেকে নিয়ে। শোনা যাচ্ছে যে এই সিনেমার থিম সীমান্ত পারের গল্প নিয়ে। আপাতত ২২ ডিসেম্বর ২০২৩-এ ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে ভিকি কৌশল থাকারও কথা রয়েছে। তবে সিনেমার মুক্তি হয়তো ২০২৪ সালে পিছিয়ে যেতে পারে। ডাঙ্কি ছাড়াও শাহরুখের কাছে রয়েছে আটলি-র পরিচালনায় জাওয়ানের কাজও।
চলতি বছরের প্রথমে মুক্তি পেয়েছিল কিং খানের পাঠান ছবিটি। চার বছরের লম্বা বিরতির পর পর্দায় ফিরেছিলেন শাহরুখ খান। শেষ তাঁকে দেখা গিয়েছিল জিরো ছবিতে ক্যাটরিনা কাইফ আর অনুষ্কা শর্মার সঙ্গে। সেই সময় পরপর ফ্লপ দেওয়ার কারণে একটা ছোট্ট ব্রেক নেওয়ার সিদ্ধান্ত নেন শাহরুখ। তবে করোনা, লকডাউন, আরিয়ান খানের মাদক মামলার জেরে চার বছর হয়ে যায় সেই বিরতি। তবে তা শাপে বরই হয়েছে। পাঠান বিশ্বব্যপী ১০০০ কোটির ব্যবসা করে বক্স অফিসে। যা হিন্দি সিনেমার একাধিক রেকর্ড ভেঙে দেয়।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here