সেলফির আবদার বিপক্ষের সাপোর্ট স্টাফের, মেজাজ হারিয়ে ধাক্কা CR7-র-ভিডিয়ো
অনেকদিন হয়ে গিয়েছে ইউরোপ ছেড়েছেন তিনি। রেকর্ড অর্থে যোগ দিয়েছেন বর্তমান ক্লাব আল নাসেরে। তবুও বিতর্ক তার ছায়া সঙ্গী হয়ে গিয়েছে। তা ইউরোপ হোক কিংবা এশিয়া। সব জায়গাতেই তাঁর সঙ্গে রয়েছে বির্তক। নতুন ক্লাবে যোগ দিয়ে এর আগে অনেকবার বিতর্কে জড়িয়েছেন তিনি। এবার ফের বিতর্কে জড়ালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
রিয়াদে নিজেদের ঘরের মাঠে আল খালিজের বিরুদ্ধে খেলতে নামে আল নাসের। নিজেদের চেনা মাঠে দর্শকদের সমর্থন পেয়েও ১-১ ম্যাচ ড্র করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। এরপরেই খেলা শেষ হয়ে যাওয়ার পর রোনান্ডো যখন বিরক্ত মুখ নিয়ে ড্রেসিং রুমের দিকে যেতে শুরু করেন। সেই সময় প্রতিপক্ষ দলের সাপোর্ট স্টাফ দলের সদস্য পর্তুগিজ মহাতারকার সঙ্গে সেলফি তুলতে চান। তখন বিরক্ত প্রকাশ করে রোনান্ডো। তাকে ধাক্কা মেরে সরিয়ে দেন তিনি। আর তারপরেই বিতর্ক শুরু হয় সিআর সেভেনের মনসিকতা নিয়ে।
এদিনের ম্যাচের শুরুতে প্রথমে গোল করে এগিয়ে যায় আল খালিজ। পিছিয়ে থেকে শুরু করে কিছুক্ষণের মধ্যেই সমতা ফেরায় নাসের। আল নাসেরের হয়ে আলভারো গঞ্জালেস সমতা ফেরান। এরপর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পর ম্যাচের ৫৮ মিনিটে একটি গোল করেন ক্রিশ্চিয়ানো। তবে সেটি অফসাইড হওয়ায় গোল বাতিল করে দেন রেফারি। এরপর দুই দলই নিজেদের গোল সংখ্যা বাড়ানোর চেষ্টা করলেও কোন পক্ষই গোল করতে পারেনি। ম্যাচ শেষ হয় ড্র অবস্থায়।
খেলার ফল নিজেদের পক্ষে না যাওয়ায় চরম হতাশ হন পাঁচবারের ব্যালন ডি অর বিজয়ী। খেলা শেষের পর মাঠ থেকে ড্রেসিংরুমের দিকে এগোতেই তাঁকে ধরে প্রতিপক্ষ দলের ফুটবলার সহ সাপোর্ট স্টাফেরা আটকান। বিপক্ষ দলের ফুটবলারদের সঙ্গে নিজের জার্সি শেয়ার করে নেন তিনি। তারপরেই এক স্টাপোর্ট স্টাফ সেলফি তোলার আবদার করলে তাকে ধাক্কা মারেন তিনি।
অন্যদিকে আল নাসেরের চিরপ্রতিদ্বন্দী আল ইত্তিহাদ গ্রুপ টেবিলে সবার উপরে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা নাসেররের সঙ্গে তাদের পাঁচ পয়েন্টের পার্থক্য রয়েছে। সম্প্রতি আল ইত্তিহাদ আভাকে ৪-০ গোলে হারিয়ে অনেকটা এগিয়ে গিয়েছে।
এই অবস্থায় যখন রোনান্ডো আল নাসেরের খেলছেন সেই তাঁর চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির আবুধাবির ক্লাবে যোগ দেওয়ার জল্পনা ছড়িয়েছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।
For all the latest Sports News Click Here