সেরা তারকাকে ছাড়াই ভারতের বিরুদ্ধে লড়াইয়ে শ্রীলঙ্কা, ছিটকে গেলেন হাসারাঙ্গা
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ভারতের দুই নির্ভরযোগ্য তারকা সূর্যকুমার যাদব ও দীপক চাহার। তবে তিন ম্যাচের সিরিজের আগে শুধু ভারতীয় শিবিরই নয়, বরং ঘোর সমস্যায় শ্রীলঙ্কাও। কেননা তাদের সেরা তারকাই মাঠে নামতে পারবেন না ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে।
গত ১৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচের দিন করোনা পজিটিভ চিহ্নিত হয়েছিলেন তারকা অল-রাউন্ডার তথা আইসিসির চার নম্বর টি-২০ বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এখনও সুস্থ হননি তিনি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে যে, হাসারাঙ্গার করোনা টেস্টের রিপোর্ট পুনরায় পজিটিভ এসেছে।
মঙ্গলবার ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টে হাসারাঙ্গা পুনরায় করোনা পজিটিভ চিহ্নিত হন। পরে আরটি-পিসিআর টেস্টের রিপোর্টও পটিজিভ আসে। ফলে আইসোলেশনেই থাকতে হবে ওয়ানিন্দুকে। যতদিন না নেগেটিভ আসছে হাসারাঙ্গার করোনা টেস্টের রিপোর্ট, ততদিন তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন না। স্বাভাবিকভাবেই বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে মাঠে নামতে পারবেন না সিংহলি তারকা।
শ্রীলঙ্কার টি-২০ স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসঙ্কা, কুশল মেন্ডিস, চরিথ আসালঙ্কা, দীনেশ চণ্ডীমল, দানুষ্কা গুনতলকে, জানিথ লিয়ানাঙে, কামিল মিশারা, চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্ডো, শিরান ফার্নান্ডো, মাহিশ থিকশানা, প্রবীণ জয়াবিক্রমে, জেফ্রি বন্দরসে এবং আশিয়ান ড্যানিয়েল।
For all the latest Sports News Click Here