সেমির টিকিট নিশ্চিত করা কার্যত অসম্ভব অস্ট্রেলিয়ার পক্ষে, জানুন যাবতীয় সমীকরণ
অস্ট্রেলিয়াকে জিততে হবে প্রায় ১৮৫ রানে। ইংল্যান্ডকে ১২৮ রানের মতো ব্যবধানে জিততে হবে। তবে নেট রানরেটের নিরিখে নিউজিল্যান্ডকে টপকে যেতে পারবে দুই দল। সেক্ষেত্রে বিশ্বকাপ থেকে ছিটকে যাবেন কিউয়িরা। সেটা খাতায়কলমে হলেও আদতে অস্ট্রেলিয়াপ পক্ষে সেমিফাইনালে যাওয়ার রাস্তাও ভয়ঙ্কর কঠিন।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সুপার ১২’-র ‘গ্রুপ ১’-র শীর্ষে আছে নিউজিল্যান্ড। পয়েন্টের নিরিখে ধরতে পারলেও নেট রানরেটের নিরিখে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের পক্ষে নিউজিল্যান্ডকে ছোঁয়া কার্যত অসম্ভব। পরিসংখ্যান অনুযায়ী, আফগানিস্তানকে যদি ১৮৫ রানের ব্যবধানের আশপাশে হারাতে পারে, তাহলে নিউজিল্যান্ডকে ছাপিয়ে যেতে পারবে অস্ট্রেলিয়া।
এমনকী আফগানিস্তান টসে জেতার পর বোলিং না নিয়ে যদি ব্যাটিং নিত, তাহলে গ্রুপ ‘টপার’ হওয়ার আশা ছাড়তে হত অজিদের। তবে কিউয়িদের টপকে যাওয়ার জন্য ইংল্যান্ডের পক্ষে কাজটা কিছুটা সোজা হবে। কারণ শ্রীলঙ্কাকে ১২৮ রানের মতো ব্যবধানে হারাতে হবে ইংরেজদের (সেটাও টি-টোয়েন্টিতে যথেষ্ট কঠিন)।
আরও পড়ুন: IND vs BAN DLS Confusion: DLS শিটে ১৬ ওভারে ১৩৩ লেখা, তাহলে কেন ১৫১ তাড়া করল বাংলাদেশ? উত্তর লুকিয়ে নিয়মে
তবে নিউজিল্যান্ডকে টপকে গ্রুপ টপার হওয়ার থেকে নিশ্চিতভাবে প্রথমে সেমিতে উঠতে চাইবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। গ্রুপের শেষ ম্যাচে যদি জিতে যায়, তাহলে ইংরেজ এবং অজিদের পয়েন্ট সাত হবে। সেক্ষেত্রে নেট রানরেটের ভিত্তিতে নির্ধারিত হবে যে কোন দল সেমিতে যাবে (নেট রানরেটের নিরিখে নিউজিল্যান্ড গ্রুপের শীর্ষে থাকবে ধরে)। তাতে অনেকটা এগিয়ে ইংল্যান্ড।
আরও পড়ুন: T20 World Cup Group 1 Qualification Criteria: অঙ্কের মারপ্যাঁচে এখনও অনিশ্চিত সেমি, বিশ্বকাপ থেকে ছিটকেও যেতে পারেন কিউয়িরা
অঙ্ক অনুযায়ী, অস্ট্রেলিয়াকে ন্যূনতম ৫০ রানে জিততে হবে। তবেই নেট রানরেটের নিরিখে আপাতত ইংল্যান্ডকে ছাপিয়ে যেতে পারবে। তাতে অবশ্য লাভ তেমন কিছু হবে না। কারণ সেক্ষত্রে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র এক রানেই জিতলে সেমিতে চলে যাবে ইংল্যান্ড। তবে যদি আজ ১০০ রানে জেতে অস্ট্রেলিয়ার, তাহলে ৪৭ রানে জিততে হবে ইংল্যান্ডকে। অস্ট্রেলিয়ার ব্যবধান যদি ৮০ রান হয়, তাহলে শ্রীলঙ্কাকে ২৯ রানে হবে ইংরেজদের।
For all the latest Sports News Click Here