সেমিতে হেরে স্বপ্নভঙ্গ বোপান্নার, লড়াই থামল মা হওয়ার পরেই কোর্টে নামা সোয়াতোলি
শুভব্রত মুখার্জি: এবারের উইম্বলডনে বৃহস্পতিবারেই শেষ হয়ে গেল ভারতের দৌড়। পুরুষদের ডাবলসের সেমিফাইনালে আট বছর বাদে উঠে আশা জাগিয়েছিলেন রোহন বোপান্না এবং ম্যাথু এবডেন জুটি। কিন্তু সেমিফাইনালে তাঁরা দাঁড়াতেই পারলেন না। শীর্ষ বাছাই জুটির কাছে স্ট্রেট সেটে হেরে গেলেন বোপান্নারা। অন্যদিকে সদ্য মা হওয়ার পরে কোর্টে ফিরেই উইম্বলডনে একেবারে রুপকথার দৌড় দৌড়াচ্ছিলেন এলিনা সোয়াতোলিনা। তবে এবার তাঁর দৌড় থেমে গেল মহিলা সিঙ্গেলসের সেমিফাইনালে। হেরে গেলেন মার্কেটা ভন্দ্রোইসোভার কাছে।
ইন্দো-অস্ট্রেলীয় জুটিকে এদিন স্ট্রেট সেটে হারিয়ে দিলেন শীর্ষ বাছাই জুটি কুলহফ এবং কুপস্কি। শীর্ষ বাছাই জুটি এদিন বোপান্নাদের হারিয়ে দিলেন ৭-৫, ৬-৪ গেমে। নিজেদের সার্ভিস ধরে রাখতে না পারার মাশুল দুই সেটেই দিতে হল ভারতীয় এবং অস্ট্রেলিয়ান জুটিকে। ২০১৩ ,২০১৫ সালের পরে ২০২৩ সালে তাঁর তৃতীয় সেমিফাইনালে পৌঁছেছিলেন বোপান্না।তবে এদিন শেষ রক্ষা করতে পারলেন না ৪৩ বছর বয়সী তারকা খেলোয়াড়। সেমিফাইনালে ওঠার সুবাদে দেড় লক্ষ পাউন্ড পুরস্কার জিতেছেন এই জুটি। যা ভারতীয় মুদ্রায় ১ কোটি ৬১ লক্ষ টাকা।
মহিলাদের শীর্ষ বাছাই ইগা শিয়ানটেককে হারিয়ে নিজের রুপকথার দৌড়টা জারি রাখেন ইউক্রেনের এলিনা সোয়াতোলিনা। কিন্তু সেমিফাইনালে তাঁকে দাঁড়াতেই দিলেন না চেক প্রজাতন্ত্রের মার্কেটা ভন্দ্রোইসোভা। স্ট্রেট সেটে সোয়াতোলিনাকে হারিয়ে ফাইনালে উঠলেন তিনি। খেলার ফল ভন্দ্রোইসোভার পক্ষে ৬-৩, ৬-৩। প্রথম সেটেই সোয়াতোলিনার সার্ভিস তিনবার ভাঙেন ভন্দ্রোইসোভা। নিজের সার্ভিস ধরে না রাখতে পারার খেসারত দিতে হল সোয়াতোলিনাকে। ৩-৬ গেমে প্রথম সেট হারলেন তিনি। দ্বিতীয় সেটে পরপর সোয়াতোলিনার দু’টি সার্ভিস ভাঙেন তিনি। অন্য দিকে নিজের সার্ভিস ধরে রেখে ৪-০ এগিয়ে যান তিনি। এরপর দ্বিতীয় সেট জিততে তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। শেষ পর্যন্ত ৬-৩ গেমে জিতে ম্যাচ জিতে নেন ভন্দ্রোইসোভা।
চলতি উইম্বলডনের মহিলা সিঙ্গেলসের দুই ফাইনালিস্ট ঠিক হয়ে গেল বৃহস্পতিবারই। টানটান উত্তেজনার লড়াইতে প্রথম সেট টাইব্রেকে জেতেন আরিনা সাবালেঙ্কা। এরপরেই অজানা কারণবশত ছন্দ হারান তিনি। চলতি উইম্বলডনে ফের একবার শুরুতে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে নিলেন ওন্স জাবেউর। টানা দ্বিতীয়বারের মতো উঠলেন উইম্বলডনের মহিলা সিঙ্গেলসের ফাইনালে। সেন্টার কোর্টে সেমিফাইনালে বৃহস্পতিবার বেলারুশের দ্বিতীয় বাছাই সাবালেঙ্কাকে ৬-৭ (৫-৭), ৬-৪, ৬-৩ ফলে হারিয়ে দিলেন ষষ্ঠ বাছাই জাবেউর। ফাইনালে তিনি মুখোমুখি হবেন মার্কেতা ভন্দ্রোইসোভার বিপক্ষে। তিউনিসিয়ার এই তারকা খেলোয়াড় গতবার ফাইনালে এলিনা রিবাকিনার কাছে হারেন। এবার সেই রিবাকিনাকেই তিনি হারান কোয়ার্টার ফাইনালে।আগামী শনিবারের ফাইনালে জাবেউর ও ভন্দ্রোইসোভা মুখোমুখি হবেন। দু’জনের সামনেই রয়েছে কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি।
For all the latest Sports News Click Here