সেমিতে যেতে হলে ম্যাচ হারা চলবে না, জেনে নিন কখন কোথায় দেখবেন ATK MB ম্যাচ
১৭ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার তিন নম্বরে রয়েছে এটিকে মোহনবাগান। মুম্বই সিটি এফসি কার্যত বাগানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। তাদেরও পয়েন্ট ৩১। তবে তারা এক ম্যাচ বেশি খেলেছে। এ দিকে শীর্ষে থাকা হায়দরাবাদ ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। দুইয়ে থাকা জামশেদপুরের পয়েন্ট ১৭ ম্যাচে ৩৪। তারাও কার্যত প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে। আর আইএসএল টেবলের পাঁচে রয়েছে কেরালা ব্লাস্টার্স। তাদের পয়েন্ট ১৮ ম্যাচে ৩০।
যা পরিস্থিতি, তাতে তিন ম্যাচেই এটিকে মোহনবাগানকে জিততে হবে। আজ রবিবার এটিকে মোহনবাগান মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি-র। প্রথম লেগে দুই দলের পুরো শেয়ানে শেয়ানে টক্কর হয়েছিল। ৩-৩ ড্র করেছিল এটিকে মোহনবাগান-বেঙ্গালুুরু এফসি। তবে আজ জিততে না পারলে, মারাত্মক চাপে পড়ে যাবে সবুজ-মেরুন ব্রিগেড। বেঙ্গালুুরুর সে অর্থে সেমিফাইনালে যাওয়ার আশা বড় জটিল অঙ্কের মাঝে আটকে। সেখানে আজ জিতলে, সেমিফাইনালে জায়গা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে জুয়ান ফেরান্দো ব্রিগেডের।
আপাতত দেখে নেওয়া যাক এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি-র লড়াই কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে এবং অনলাইনের কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।
কবে অনুষ্ঠিত হবে এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ: ২৭ ফেব্রুয়ারি, ২০২২ (রবিবার)।
কোথায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ: ফতোরদা স্টেডিয়াম (মারগাও, গোয়া)।
কখন শুরু হবে ম্যাচ: ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭.৩০-তে শুরু ম্যাচ।
ভারতে কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার: স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ২ এইচডি, স্টার স্পোর্টস ৩, স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ হিন্দি এইচডি, স্টার স্পোর্টস ১ বাংলা চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচারিত হবে ম্যাচটি।
মোবাইলে ও অনলাইনে কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং: Disney+Hotstar অ্যাপ এবং অন জিও টিভি-তে দেখা যাবে অনলাইন স্ট্রিমিং। এ ছাড়া ম্যাচের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
For all the latest Sports News Click Here