সেবার আমাদের সেরা দল ছিল! 2007 ODI WC নিয়ে হাহুতাশ সেহওয়াগের
ভারতীয় ক্রিকেট দল এ বছর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুটি বড় ট্রফি জিততে পারে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭ জুন থেকে। এর পরে, ভারত এই বছরের শেষের দিকে ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হবে। ২০১১ সালে ভারত শেষবারের মতো ওডিআই বিশ্বকাপ জিতেছিল। এবং ২০০৭ সালেও টিম ইন্ডিয়াকে হারের মুখে পড়তে হয়েছিল। বীরেন্দ্র সেহওয়াগ বিশ্বাস করেন যে ভারতীয় দল ২০০৭ মরশুমে বিশ্বের সেরা দল ছিল।
আরও পড়ুন… পিচের উপরে সবুজ ঘাস! ওভালের বাইশ গজ দেখে চোখ কপালে উঠতে পারে বিরাট-রোহিতদের
একটি সাক্ষাৎকারে সেহওয়াগ বলেছিলেন, ‘২০০৭ সালে আমাদের দলটি সেই সময়ে বিশ্বের সেরা দল ছিল। আপনি কাগজে কলমে এর চেয়ে ভালো দল খুঁজে পাবেন না। ২০০৩ সালে আমরা ফাইনালে হেরেছিলাম, ২০১১ সালে আমরা জিতেছিলাম, কিন্তু আমরা কখনও এত শক্তিশালী দল পাইনি।’ ২০০৭ সালে দলটির নেতৃত্বে ছিলেন রাহুল দ্রাবিড়। দলে ভারতীয় ক্রিকেট কিংবদন্তিদের মধ্যে ছিলেন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র সেহওয়াগ, যুবরাজ সিং, এমএস ধোনি এবং অনিল কুম্বলের মতো তারকারা।
আরও পড়ুন… শুরুতেই তাঁকে আক্রমণ করতে হবে- পূজারার জন্য অজি বোলারদের বিশেষ গেম প্ল্যান দিলেন অ্যারন ফিঞ্চ
প্রাক্তন ভারতীয় খেলোয়াড় বীরেন্দ্র সেহওয়াগ ২০০৭ সালের ওডিআই বিশ্বকাপের কথা স্মরণ করে বলেছেন যে কেন তিনি দু’দিনের জন্য নিজেকে ঘরের মধ্যে আটকে রেখেছিলেন। সেই বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে লিগ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে হেরেছিল দলটি। বিশ্বকাপের লিগ পর্ব থেকে বাদ পড়ার পর ফেরার জন্য দুদিনের টিকিটও ছিল না ভারতীয় দলের। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে বারমুডাকে হারিয়েছিল দলটি। যদিও তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের মুখে পড়তে হয়েছিল টিম ইন্ডিয়াকে। এভাবে লিগ ম্যাচ থেকে ছিটকে যেতে হয়েছে দলটিকে। ইউটিউব শো ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়নস’-এ এই সব কথা প্রকাশ করেন সেহওয়াগ। তিনি আরও বলেন, সেই সময় ভারতের সেরা ওয়ানডে দল ছিল ওটা।
আরও পড়ুন… ওভাল তো ইংল্যান্ডের সেরা ব্যাটিং উইকেট, WTC Final-এর আগে নিশ্চিন্ত রোহিত
শোতে কথা বলতে গিয়ে সেহওয়াগ বলেন, ‘২০০৭ বিশ্বকাপ আরও বেশি কষ্ট দেয়। কারণ ২০০৭ সালে আমাদের দল ছিল সেরা দল। কাগজে কলমে আরও ভালো দল খুঁজলে বিশ্বকাপের আগে বা পরে পাবেন না। গত আসরে আমরা ফাইনাল খেলেছি, পরের সংস্করণে বিশ্বকাপ জিতেছি, কিন্তু সেই দল আর পাওয়া যায়নি। এটা আরও বেশি আঘাত করত কারণ আমরা ৩ ম্যাচের মধ্যে ২টিতে হেরেছি এবং আমরা আউট হয়ে গিয়েছিলাম।’
আরও পড়ুন… বিরাটকে কার্যত অপমান করে শুভমনের সঙ্গে সচিনের মিল খুঁজে পেলেন প্রাক্তনী
সেহওয়াগ আরও বলেছেন, ‘আপনি জানেন এর চেয়ে বেশি ক্ষতি কী, সকলেই ভেবেছিল ভারত পরবর্তী পর্যায়ে যাবে এবং তারপর যখন লিগ পর্ব শেষ হয়েছিল, তখন ২ দিনের বিরতি ছিল। তারপর ফিরে আসতে হল। কিন্তু যখন আমরা হেরেছিলাম, তখন আমাদের টিকিট ছিল না। তাই আমাদের ত্রিনিদাদ এবং টোবাগোতে আরও ২ দিন অপেক্ষা করতে হয়েছিল। আমাদের অনুশীলন, কাজ এবং কিছুই ছিল না।’ সেহওয়াগ আরও বলেছেন, ‘আমার ঘরে কোনও রুম-সার্ভিস লোক ছিল না, হাউসকিপিংয়ের লোকদের ডাকা হয়নি। আমিও বাইরে যেতে পারতাম না। কারোর মুখ দেখিনি।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
আমরা আপনাকে মনে করিয়ে দিতে চাই যে ২০০৭ বিশ্বকাপে ভারত বি গ্রুপে ছিল। ভারতের যাত্রা শেষ হয় তৃতীয় স্থানে। বারমুডার বিরুদ্ধে টিম ইন্ডিয়া মাত্র একটি জয় নথিভুক্ত করেছিল। এ ছাড়া শ্রীলঙ্কা ও বাংলাদেশের কাছে বাজেভাবে হেরে যেতে হয়েছে তাদের। ফাইনাল খেলা হয়েছিল শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যে। যা জিতেছিল ক্যাঙ্গারুরা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here