সেফ খেলছি- নিজের ছবি নির্বাচন নিয়ে নির্মোহ বিশ্লেষণ কার্তিকের
১৭ ফেব্রুয়ারি মুক্তি পেল কার্তিক আরিয়ান অভিনীত ছবি শেহজাদা। রোহিত ধাওয়ান পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে কার্তিক ছাড়াও কৃতিকে দেখা গিয়েছে। ২০২৩ এর এটাই প্রথম ছবি কার্তিকের। তাঁকে শেষবার ফ্রেডি ছবিতে দেখা গিয়েছিল। সেটি একটি ক্রাইম থ্রিলার ছবি ছিল। আর শেহজাদা একটি আদ্যোপান্ত মশলাদার বিনোদনমূলক ছবি। একবার গুরুগম্ভীর ছবি তো আরেকবার মজার ছবি, কার্তিকের কেরিয়ারের দিকে নজর রাখলে এমনটাই দেখা যাবে। কিন্তু এই বিভিন্ন ধরনের ছবি করার নেপথ্যে আছে কোন কারণ? এবার সেটাই একটি সাক্ষাৎকারে প্রকাশ্যে আনলেন অভিনেতা।
কার্তিকের এই শেহজাদা একটি পারিবারিক বিনোদনমূলক ছবি। এখানে রোহিত রায়, মনীষা কৈরালা, পরেশ রাওয়াল, প্রমুখকে দেখা যাচ্ছে। গত বছর তাঁর দুটি ছবি মুক্তি পেয়েছিল, ভুল ভুলাইয়া ২ এবং ফ্রেডি।
এই পারিবারিক ছবি এবং সিরিয়াস ছবি বেছে নেওয়ার যে ব্যাপারটা লক্ষ্য করা যায় কার্তিকের ছবি দেখলে এটার নেপথ্যে কি বিশেষ কোনও কারণ আছে? এই প্রশ্নের উত্তরে কার্তিক ইটাইমসকে বলেন যে তিনি সেফ খেলতে চান। তাহলে তাঁর আগামী ছবি কেমন হবে? এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘হয়তো সিরিয়াস, কিংবা একটা সিরিয়াস প্রেম কাহিনি। আসলে আমি সেফ খেলতে চাই। যদিও আমি কখনও ভাবিনি যে এমনটা হবে। আসলে এমন সব ছবিগুলো বাছার নেপথ্যে কোনও না কোনও কারণ থাকেই। কিন্তু তাই বলে এখন এই ছবিটি করছি মানেই পরের ছবিটি অন্যরকম হবে এমনটা প্ল্যান করা থাকে না। যেটা হওয়ার সেটা হয়েই যায়। তবে ছবির স্ক্রিপ্ট খুব বেছে পছন্দ করি। তাই কখনও ফ্রেডির মতো রোম্যান্টিক থ্রিলার তো কখনও শেহজাদার মতো পারিবারিক ছবি।’
২০২২ সালে কার্তিক বলিউডকে অন্যতম হিট ছবি উপহার দিয়েছিল। ভুল ভুলাইয়া ২ ছবিটি বক্স অফিসে গত বছর দারুণ সাড়া পেয়েছিল। এই ছবিতে তাঁর সঙ্গে কিয়ারা আডবানি এবং টাবুকে দেখা গিয়েছিল। বিশ্ব জুড়ে ছবিটি ২৬৬ কোটি টাকার ব্যবসা করেছিল। এরপর তাঁর ছবি ফ্রেডি ওটিটিতে মুক্তি পায়। সেখানে তাঁকে দাঁতের চিকিৎসক হিসেবে দেখা যায়।
ভুল ভুলাইয়া ২ এর জনপ্রিয় জুটি কার্তিক কিয়ারাকে আগামীতে সত্যপ্রেম কী কথা ছবিতে দেখা যেতে চলেছে। এখানে সত্যপ্রেমের চরিত্রে দেখা যাবে কার্তিককে এবং এবং কথার চরিত্রে থাকবেন কিয়ারা। সমীর বিদ্বানের পরিচালিত এই ছবিটি চলতি বছরের জুনে মুক্তি পেতে পারে।
For all the latest entertainment News Click Here