সেপ্টেম্বরে ভারত সফরে শক্তিশালী দল নিয়ে আসছে নিউজিল্যান্ড এ
সেপ্টেম্বরের শুরুতেই ভারত সফরে আসছে নিউজিল্যান্ড। ভারতীয়-এ দলের বিরুদ্ধে তিনটি চারদিনের ম্যাচ খেলার পাশাপাশি তিনটি ওয়ানডে খেলবে তারা। আর এই সিরিজের কথা মাথায় রেখেই শক্তিশালী দল ঘোষণা করা হয়েছে কিউয়িদের তরফে। কিউয়িদের ঘোষণা করা দলে এমন ৭ ক্রিকেটার রয়েছেন যাদের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। উল্লেখ্য ২০১৮ সালের পরে এটাই নিউজিল্যান্ড -এ দলের প্রথম বিদেশ সফর হতে চলেছে। সেবার পাকিস্তান-এ দলের বিরুদ্ধে আমিরশাহিতে সিরিজ খেলেছিল তারা।
ভারতের মাটিতে নিউজিল্যান্ড -এ দল শেষবার সফর করেছে ২০১৭ সালে । এবারের ভারত সফরের ১৫ জনের দলে পাঁচজন ক্রিকেটার এমন রয়েছেন যাদের সামনে সুযোগ রয়েছে প্রথমবার দলের হয়ে খেলার। এরা হলেন – চ্যাড বাইয়েস,ম্যাট ফিসার,বেন লিস্টার,রবি ওডোনেল এবং জো ওয়াকার। সেন্ট্রাল ডিস্ট্রিক্টের টম ব্রুস এবং অকল্যান্ডের ওডোনেলকে দলের যৌথ অধিনায়ক ঘোষণা করা হয়েছে। ২৬ শে অগস্ট ভারতের উদ্দেশ্যে রওনা দেবে কিউয়িরা।
একনজরে সফরের কিউয়ি দল :-
টম ব্রুস,রবি ওডোনেল,চ্যাড বাওয়েস ,জো কার্টার,মার্ক চ্যাপম্যান,ড্যান ক্লিয়েভার,জ্যাকব ডাফি,ম্যাট ফিশার,ক্যামেরুন ফ্লেচার,বেন লিস্টার,রচিন রবীন্দ্র ,মাইকেল রিপন,শিন সোলিয়া,লোগান ভ্যান বিক,জো ওয়াকার।
ব্যাঙ্গালোরে ১লা সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রথম চারদিনের ম্যাচ। এরপর ৮ এবং ১৫ ই সেপ্টেম্বর খেলা হবে দ্বিতীয় এবং তৃতীয় চারদিনের ম্যাচ। তিনটি ওয়ানডে চেন্নাইতে খেলা হবে যথাক্রমে সেপ্টেম্বর মাসের ২২,২৫ এবং ২৭ তারিখ।
For all the latest Sports News Click Here