সেন্সারের কাঁচিতে বাদ ‘মমতা’র নাম, আর ‘খেলা হবে’ সংলাপের কী হাল? বললেন আলিয়া
হাতে মাত্র দু’দিন। মুক্তির অপেক্ষায় রয়েছেন রণবীর-আলিয়ার ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। এরই মাঝে সোমবার কলকাতা ঘুরে গেলেন রণবীর-আলিয়া। এখানে এসেই তাঁর ছবিতে সেন্সারের কাঁচি চালানো নিয়ে কথা বলেন ভাট কন্যা। জানান, ছবি থেকে তাঁর ‘খেলা হবে’ সংলাপটি সরানো হয়নি।
জানা যায়, ‘আদিপুরুষ’ বিতর্কের পর থেকে বেশ সতর্ক সেন্সার বোর্ড। করণ জোহরের রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে বেশকিছু বিষয়ে কাঁচি চালানো হয়েছে। জানা যায়, ছবির একটি দৃশ্যে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নাম উঠে এসেছিল, সেটিকে সেন্সর বোর্ড বাদ দিয়েছে। ছবিতে একাধিকবার ছবিতে ‘বে****দ’ শব্দের উল্লেখ ছিল, যেটি কিনা গালি বলেই মনে করা হয়। এর পরিবর্তে ‘বেহেন দি’ শব্দ ব্যবহারের নির্দেশ মিলেছে। বাদ গিয়েছে ‘ব্রা’ শব্দটিও। টুকটাক বেশকিছু কাটাছেঁড়া হলেও ছবিতে ‘খেলা হবে’শব্দটি রয়েছে বলেই জানা গিয়েছে।
ছবিতে সেন্সারের কাঁচি চালানো নিয়ে কলকাতায় এসে মুখ খোলেন আলিয়া। বলেন, ‘CBFC-র তরফে বেশকিছু মাইনর কাটের কথা বলা হয়েছিল। সেগুলি নির্দেশ অনুযায়ী পরিবর্তন করা হয়েছে। তবে খেলা হবে সংলাপটি রয়েছে। ছবিতে আমার আৎ জয়া ম্যামের একটা দৃশ্য আছে, সেখানেই আছে ওই ডায়ালগটি। তবে এবিষয়ে বেশিকিছু বলতে পারব না, তাহলে তো পুরো দৃশ্যটাই বলতে হয়। তাই ছবিটা মুক্তি পেলেই জানতে পারবেন কেন আমি খেলা হবে বলেছি।’
আরও পড়ুন-কলকাতার হলুদ ট্যাক্সির মাঝে প্রেমে মজে রণবীর-আলিয়া
আরও পড়ুন-কলকাতায়-রণবীর আলিয়া, দুর্গাপুজোর আবহে তৈরি ‘ধিন্ডোরা বাজে রে’! হাজির চূর্নী-টোটা
‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে আলিয়া হয়েছেন বাঙালি কন্যে রানি। এদিকে সোমবার তাই কলকাতায় এসে দিব্যি বাংলা বলতে শোনা যায় আলিয়াকে। ভাট কন্যা বলেন, ‘নমস্কার কলকাতা, কেমন আছো সবায় (সবাই)? আলিয়া জানান, ছবির সেটে চূর্নী, টোটার সঙ্গে কথা বলার সময় একটু একটু বাংলা বলার চেষ্টা করতেন তিনি। যেমন ‘কী হল?’, ‘একটু একটু’, এমন ছোট ছোট বাংলা শব্দ ব্যবহার করে কথা বলতেন।
প্রসঙ্গত,’রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে চূর্নী গঙ্গোপাধ্যায়, টোটা রায় চৌধুরী ছাড়াও বাঙালি অভিনেত্রী হিসাবে রয়েছেন জয়া বচ্চন। যদিও তাঁর চরিত্রটি ছবিতে বাঙালি চরিত্র নয়।
For all the latest entertainment News Click Here