সেন্টার কোর্টে যুদ্ধের আঁচ, উইম্বলডনের টিকিট পেতে মেদভেদেভকে দিতে হবে মুচলেকা
শুভব্রত মুখার্জি
ইউক্রেনের মাটিতে রাশিয়ার অনাবশ্যক আক্রমণ,দাদাগিরির প্রভাব সরাসরি পড়ছে তাদের দেশের ক্রীড়াবিদদের উপর। ইউএস ওপেন গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা রাশিয়ান টেনিস খেলোয়াড় ড্যানিল মেদভেদেভকে আসন্ন উইম্বলডনে খেলতে হলে আশ্বাস দিতে হবে যে তিনি ভ্লাদিমির পুতিনের সমর্থক নন।
জানা গিয়েছে, উইম্বলডনে খেলতে হলে রীতিমতো ‘মুচলেকা’ দিয়ে খেলতে হতে পারে ড্যানিল মেদভেদেভকে। কি হবে সেই আশ্বাসের বক্তব্যে? ড্যানিল মেদভেদেভ যে পুতিনের সমর্থক নন তা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে হবে তাকে। তবেই উইম্বলডনে খেলার ছাড়পত্র দেওয়া হবে তাঁকে। ব্রিটেনের ক্রীড়ামন্ত্রী নাইজেল হাডেলস্টন স্পষ্ট করে জানিয়েছেন এই কথাটি।
ব্রিটিশ ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, রাশিয়ান টেনিস তারকা সেন্টার কোর্টে গ্র্যান্ড স্ল্যাম জিতলে রাশিয়ার পতাকা ওড়াবেন, এই বিষয়টিকে তিনি একেবারেই মেনে নিতে পারবেন না। মেদভেদেভ কি উইম্বলডনে খেলবেন? এই প্রশ্নের উত্তরে পার্লামেন্টের সিলেক্ট কমিটিকে হাডেলস্টন বলেন ‘একাধিক দেশ এই বিষয়ে সম্মতি দিয়েছে যে তারা রাশিয়ার প্রতিযোগীদের টুর্নামেন্টে খেলার অনুমতি দেবে না। এছাড়াও ভিসার সমস্যা রয়েছে। এটা অন্যতম জটিল সমস্যা। সত্যি বলতে রাশিয়ার পতাকাকে কেউ টুর্নামেন্টের মঞ্চে ওড়ানোর অনুমতি দেবে না।’
তিনি আর ও যোগ করেন ‘ আমাদের সম্ভাব্য আশ্বাস চাই। যে যারা টুর্নামেন্ট খেলবেন সেই রাশিয়ান ক্রীড়াবিদরা পুতিনের সমর্থক নন। আমরা এখনও ভাবনা চিন্তার পর্যায়ে রেখেছি বিষয়টিকে। এই বিষয়ে ‘আশ্বাস’ বাধ্যতামূলকভাবে নেওয়ার ভাবনা রয়েছে আমাদের।’ উল্লেখ্য, গত মাসেই বিশ্ব ক্রমতালিকায় এক নম্বরে উঠে এসেছিলেন মেদভেদেভ। সম্প্রতি ইন্ডিয়ান ওয়েলসে চতুর্থ রাউন্ডে মনফিলিসের কাছে হারের পর এক নম্বরে ফের ফিরে আসতে চলেছেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। এদিকে ইউক্রেন যুদ্ধের জেরে ডেভিস কাপেও রাশিয়াকে নিষিদ্ধ করা হয়েছে। ফলে তারা গতবারের শিরোপা ডিফেন্ড করার ও সুযোগ পাবে না।
For all the latest Sports News Click Here