সেনা-পত্নীদের নিয়ে ‘আপত্তিকর দৃশ্য’, XXX নির্মাতা একতার নামে গ্রেফতারি পরোয়ানা
বিহারের বেগুসরাইয়ের এক আদালত থেকে বলিউড নির্মাতা একতা কাপুরের বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা। শুধু একতাই নন, তাঁর মা তথা প্রযোজক শোভা কাপুরের বিরুদ্ধেও অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে আদালত। বছর দুয়েক আগে অল্ট বালাজি-র ব্যানারে তৈরি ওয়েব সিরিজ ‘XXX আনসেন্সার্ড’-এর জেরে আইনি জটে জড়ালের মা-মেয়ে।
এদিন বেগুসরাই আদালতে বিচারক বিকাশ কুমারের এজলাসে মামলার শুনানি চলে, তারপই এই গ্রেফতারি পরোয়না জারির নির্দেশ দেন বিচারক।
২০২০ সালের ৬ই জুন প্রাক্তন সেনা আধিকারিক শম্ভু কুমারের তরফে আদালতে এক পিটিশন দাখিল করা হয়েছিল, সেখানে বলা হয় এই ওয়েব সিরিজে ভারতীয় সেনা আধিকারিকদের স্ত্রী-দের নিয়ে অসম্মানজনক দৃশ্য দেখানো হয়েছে। আর্মি অফিসাররা ডিউটিতে থাকাকালীন তাঁদের স্ত্রীরা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বর্হিভূত সম্পর্কে জড়াচ্ছে তা পর্দায় দেখানোটা সেনা আধিকারিকদের স্ত্রীদের প্রতি অসম্মানসূচক কাজ। ট্রিপল এক্স-টু’তে তো এমনই একটি দৃশ্য ছিল (পরে তা সরিয়ে দেওয়া হয়) যেখানে আর্মির ইউনিফর্মের প্রতি অশ্রদ্ধা জানানো হয়েছে। সেই নিয়ে আপত্তি জানানো হয়েছিল শহীদ কল্যাণ ফাউন্ডেশন (MWF)-এর তরফেও।
একতা ও শোভা কাপুরের তরফে মামলা দাখিল হওয়ার পর ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে তাঁদের নামে সমন জারি করা হয়েছিল। সেই সমন পত্র একতার অফিসে গ্রহণও করা হয়।
অভিযোগকারীর দাবি, ট্রিপল এক্স ২-এর ওই দৃশ্যটি তাঁকে খুবই মর্মাহত করেছে। তাঁর মতে, সেনাকে শ্রদ্ধার চোখে দেখা উচিত। এভাবে ইন্ডিয়ান আর্মিকে অপমান করার অধিকার কারও নেই। উল্লেখ্য, দু-বছর আগেই সিরিজ থেকে বিতর্কিত দৃশ্য ছেঁটে ফেলে ক্ষমা চেয়েছিলেন একতা কাপুর। ভিডিয়ো বার্তায় তাঁকে বলতে শোনা গিয়েছিল- ‘ব্যক্তিগতভাবে এবং সংস্থা হিসাবেও দেশের সেনাবাহিনীর প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমাদের সুরক্ষা প্রতি মুহূর্তে ভারতীয় সেনার অবদান অনস্বীকার্য। আমরা অবিলম্বে বিনা কোন শর্তে ক্ষমা চাইতে রাজি আছি যদি কোনও সেনা সংগঠনের তরফে আমাদের তেমনটা বলা হয়। কিন্তু অসভ্য সাইবার বুলিং আর ধর্ষণের হুমকির সামনে মাথা নত করব না’।
For all the latest entertainment News Click Here