‘সেদিন যা করেছি ভবিষ্যতে তা পুনরাবৃত্তি করা কঠিন;’ T20 WC ভারত-পাক ম্যাচ নিয়ে ইমাদের প্রতিক্রিয়া
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক জয় নিয়ে বড় প্রতিক্রিয়া দিলেন পাকিস্তানের স্পিন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ভারতকে হারাতে সফল হয়েছে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল। এই ম্যাচে দলের বোলাররা ভারতকে স্বাধীনভাবে খেলার সুযোগ দেয়নি এবং প্রতিপক্ষ দল মাত্র ১৫১ রানে আউট করে দেয়। জবাবে দলের ওপেনাররা দুর্দান্ত খেলা দেখিয়ে ভারতের বিপক্ষে ১০ উইকেটের বড় জয় নিশ্চিত করে।
ভারতের বিরুদ্ধে এই জয়কে ‘বিশেষ মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন ইমাদ ওয়াসিম। তিনি বলেছেন, ‘অবশ্যই, আমি ম্যাচটি উপভোগ করেছি এবং ফলাফলটি নিখুঁত ছিল। আমরা চাপের মধ্যে ছিলাম কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলার জীবনে একবার সুযোগ ছিল এবং সেই সুযোগের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।’
ইমাদ আরও বলেন, ‘আমি মনে করি সেদিন আমরা যা করেছি তা সম্পূর্ণ সঠিক ছিল। আমরা কোনও ভুল করিনি। ভারত খুব ভালো দল, কিন্তু আমরা সেদিন তাদের হারিয়েছিলাম। আমরা যেভাবে খেলেছি তা দুর্দান্ত ছিল এবং আমি বলব এটি একটি নিখুঁত পারফরম্যান্স ছিল। আসলে, আমি এমনও বলব যে আমরা সেদিন যা অর্জন করেছি তা ভবিষ্যতে পুনরাবৃত্তি করা কঠিন হবে।’ তবে টুর্মামেন্টে পাকিস্তানের ক্রিকেট দল বিরাট কোহলিদের হারালেও বাবর আজমরা সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল।
For all the latest Sports News Click Here