সেদিন বিয়ে হল, বলিউডের মিষ্টি মেয়ের খুদে বয়সের ছবি ড্রাইভারের সাথে, বলুন তো কে?
সোশ্যাল মিডিয়ায় এখন চোখ রাখলে এই মেয়েটাকেই দেখতে পারবেন! তিনিই যে এখন টক অফ দ্য টাউন! ধরতে পেরেছেন দেখছি… না পারলে একটু অবাক হতাম অবশ্য। দাঁড়ান দাঁড়ান তাও একবার ক’টা ক্লু দিয়ে দেই! যাঁরা এখনও বুঝতে পারেননি তাঁদের জন্য।
এক: এই দিনকয়েক আগে বিয়ে করেছে মেয়েটি।
দুই: বরের সাথে বয়সের অনেকটা তফাত।
তিন: এক সময় একে নিয়ে খুব করে জোকস বানানো হত।
হ্যাঁ, আলিয়া ভাটের কথাই হচ্ছে। পাশে আলিয়ার মা সোনি রাজদান ও আলিয়া ভাটের গাড়ির ড্রাইভার। অভিনেত্রীর বিয়েতে আবেগতাড়ি হয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি। জানান, আলিয়ার বয়স যখন ৫ বছর, তখন থেকে গাড়ি চালাচ্ছেন। আলিয়া তাঁর ‘মেয়ের মতো’। আরও পড়ুন: বিয়েতে রণবীরের চুরি যাওয়া জুতোর দাম উঠেছিল ১১.৫ কোটি, আলিয়ার বোনেরা কত পেল?
সুনীল সোশ্যাল মিডিয়ায় আলিয়া আর রণবীরের সাথে ছবি পোস্ট করে লেখেন, ‘তোমার ছোট্ট হাত ধরা থেকে তোমায় বউ হতে দেখা, আমি বলতে পারি আমার হৃদয় আজ আনন্দে ভরে উঠেছে।’ এই পোস্টে লাইকও করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
Aaj Tak-কে দেওয়া সাক্ষাৎকারে সুনীল জানান, ‘‘আলিয়ার বয়স যখন ৫ বছর, তখন থেকে ভাট পরিবারের সাথে কাজ করছি। ওকে প্রথম দিন স্কুলে নিয়ে যাওয়া হোক বা প্রথম শ্যুটে, আলিয়া আমার দায়িত্ব। ও আমার কাছে আমার মেয়ের মতো। তাই তো ওকে কনের সাজে দেখে চোখে জল চলে এসছিল। শুধু বলেছিলাম, ‘তোমাকে দারুণ লাগছে’। ও উত্তরে শুধু মুচকি হেসে বলে, ‘থ্যাঙ্ক ইউ সুনীল’।’’
For all the latest entertainment News Click Here