সেদিন আমি খুব কেঁদেছিলাম! গায়ের রঙের জন্য কেউ আমার সঙ্গে কাজ করতে চাননি : মিঠুন
তিনি কৃষ্ণবর্ণ, আর সেকারণেই নাকি অভিনয় কেরিয়ারের শুরুতে বর্ণ বৈষম্যের মুখোমুখি হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সম্প্রতি এবিষয়েই মুখ খুলেছেন মিঠুন। এমনকি গায়ের রঙের কারণেই নাকি একসময় তাঁর সঙ্গে বহুলোকজন কাজ করতে চাননি। তবে গায়ের রঙ থেকে লোকজনের দৃষ্টি কেড়েছিল মিঠুন চক্রবর্তীর নাচের ইউনিক স্টেপ।
সাক্ষাৎকারে ঠিক কী বলেছেন মিঠুন চক্রবর্তী?
মিঠুনের কথায়, ‘একসময় আমাকে দেখেই মানুষের প্রত্যাশা বেড়ে গিয়েছিল। লোক আমায় দেখে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন, তাহলে আমার ছেলেও বস্তিতে বা গ্রাম থেকে উঠে এসে অভিনেতা হতে পারেন। আমি সেসময় সাধারণ মানুষের নায়ক হয়ে উঠেছিলাম। একজন সাধারণ মানুষের সুপারস্টার হওয়াটা আমার জন্য অনেক বড় বিষয় ছিল।’
মিঠুন আরও বলেন, ‘আমি ভেবেছিলাম যদি নেচে লোকজনের মন জয় করতে পারি, তাহলে কেউ আমার গায়ের রং দেখবেন না, আর সেটাই হয়েছিল। আমার নাচ মানুষকে আমার গায়ের রঙের কথা ভুলিয়ে দিল। অথচ এই রঙের জন্যই প্রথমদিকে আমাকে নায়ক হিসাবে কেউ ভাবতেই পারেননি। সেসময় খুব কষ্ট পেয়েছি, কাঁদতাম।’
আরও পড়ুন-রিভারডেলে সুহানা, খুশি, অগস্ত্যদের প্রেমে পড়া ও প্রেম ভাঙার গল্প! পুরনো স্মৃতি উস্কে ‘দ্য আর্চিস’
আরও পড়ুন-ভাগ্নীর সঙ্গে করণ দেওলের বিয়ে, বাঙালিয়ানাকেই বাছলেন অনীক দত্ত
মিঠুন বলেন, ‘একমাত্র জিনাত আমনই আমায় বলেছিলেন যে আমি প্রথম সারির অভিনেতা। উনি আমার সঙ্গে কাজ করেছিলেন, কিন্তু অন্যকেউ কাজ করতে রাজি হননি। অন্যরা কাজ করতে চাননি কারণ আমি সেসময় গ্রহণযোগ্য নায়ক ছিলাম না। ওঁরা ভাবতেন আমার সঙ্গে কাজ করলে তাঁরা খ্যাতি পাবেন না। তাই যখন কেউ কাজ করতে চাইছিলেন না, তখন এগিয়ে আসেন জিনাত আমান জি। তিনি বলেছিলেন, ‘আমায় নাকি দুর্দান্ত দেখাচ্ছে, দারুণ।’ তারপর আর আমায় কেউ আটকাতে পারেননি।’
প্রসঙ্গত, মিঠুন চক্রবর্তীর ডিস্কো ড্যান্সার, ডান্স ড্যান্স, প্রেম প্রতিজ্ঞা এবং অগ্নিপথ-এর মতো সুপারহিট ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি তাঁর বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’-এও দেখা গিয়েছে। এছাড়া সাম্প্রতিক সময় মিঠুন অভিনীত ‘প্রজাপতি’ও সুপার হিট।
For all the latest entertainment News Click Here