‘সেদিনই গ্রেফতার হওয়া উচিত ছিল’ নুসরত প্রসঙ্গে বললেন রুদ্রনীল ঘোষ
তিনি তৃণমূল সাংসদ, অভিনেত্রী, সম্প্রতি নুসরতের বিরুদ্ধে উঠেছে প্রতারণার অভিযোগ। অভিযোগ এনেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। অভিযোগ, মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা ফ্ল্যাট তৈরির নামে প্রবীণ অবসরপ্রাপ্তদের কাছ থেকে টাকা তুলেছে। প্রায় ২৪ কোটি টাকা তোলা হয়েছে বলে অভিযোগ। আর ওই কোম্পানির ডিরেক্টর ছিলেন নুসরত। তাই সাংসদ, অভিনেত্রীর উপর দায় বর্তায় বৈকি। শঙ্কুদেবের অভিযোগ প্রসঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও দাবি করেছেন প্রতারণার টাকায় দক্ষিণ কলকাতায় ফ্ল্যাট কিনেছেন নুসরত জাহান।
এবার নুসরত প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি নেতা, অভিনেতা রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল বলেন, ‘রাজনীতির উর্ধ্বে উঠে বলছি, দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়াটা শাসক দলের স্বভাব। এখন দেখা যাচ্ছে, দলটা এতটাই দুর্নীতিপ্রবণ যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মহিলা শিল্পীদেরও জড়িয়ে ফেলছে।’
আরও পড়ুন-‘আমার আলমারিতে একটাও দামি ডিজাইনার পোশাক নেই’! বলছেন সারা, শুনে নেটপাড়া বলছে…
আরও পড়ুন-ঝগড়া করে ফ্লোর ছেড়েছেন তৃণা সাহা, প্রযোজক রুদ্রনীলের প্রশ্ন ‘এই আর্থিক ক্ষতির দায় কে নেবে?’
রুদ্রনীলের কথায়, ‘তৃণমূল দলটার অলিখিত কর্নসূচি হল, দুর্নীতি করতে না পারলে, মানিয়ে নিতে না পারলে এই দলে কোনও উন্নতি নেই। সেই কারণেই হয়ত নুসরত জাহান, সায়নী ঘোষেরা এই টাকা সংক্রান্ত লেনদেনে নিজেদের জড়িয়ে ফেলেছেন। যাঁদেরকে বিভিন্ন পদ, সম্মান দিয়ে MP, MLA করা হয়েছে, তাঁরাই মানুষকে ঠকিয়ে ভোট নেওয়ার রাস্তার করছেন। আর তাতে শিল্পীরাও ফেঁসে গেছেন। কেন্দ্রীয় সরকারে আবাস যোজনার টাকা এখানে যেভাবে লুঠ হয়েছে, শহরে সেই একই কাজ করছেন শাসক দলের তারকা সাংসদরা। বাংলার সঙ্গে এঁরা শিল্পীদের নামও কলুষিত করছেন।’
রুদ্রনীল আরও বলেন, ‘আমি নুসরতের সাংবাদিক বৈঠক দেখেছি। এটাও দেখেছি যে কীভাবে সংবাদিকদের প্রশ্ন এড়িয়ে পালিয়ে গিয়েছেন। নুসরত জানতেন যে নিম্ন আদালতে মামলা হয়েছে। অভিযোগ আসার আড়াইদিনের মাথায় সাংবাদিক বৈঠক করলেন, তবে নিজের বক্তব্য বলার জন্য, বাকি প্রশ্নের উত্তর দিতে নয়।’
এদিন নুসরতকে শঙ্কুদেবের গ্রেফতারির দাবি নিয়েও কথা বলেন রুদ্রনীল। বলেন, ‘যেদিন বলেছিলেন বিরোধীদের বাঁশ দিয়ে পেটানো উচিত, সেদিনই গ্রেফতার হওয়া উচিত ছিল। কিন্তু গ্রেফতার হননি, কারণ উনি শাসক দলের সাংসদ, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে চলেন।’
For all the latest entertainment News Click Here