সেটে দুর্ঘটনা, নাকে মারাত্মক চোট পেলেন শাহরুখ খান, আমেরিকায় করা হল অস্ত্রোপচার!
মঙ্গলবার দুপুরেই এল দুঃসংবাদ। খবর, লস অ্যাঞ্জেলেসে একটি প্রোজেক্টের সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন শাহরুখ খান। জানা যাচ্ছে, যুক্তরাষ্ট্রেই অস্ত্রোপচার করা হয়েছে কিং খানের।
অভিনেতাকে তাঁর নাকে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গিয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে শাহরুখ খান ভারতে ফিরে এসেছেন এবং ‘বাড়িতে সুস্থ’ হচ্ছেন। একটি সূত্র ই-টাইমসকে জানিয়েছে, ‘এসআরকে লস অ্যাঞ্জেলেসে একটি প্রোজেক্টের জন্য শুটিং করছিলেন এবং তিনি সেই সময় নাকে চোট পান। তাঁর রক্তক্ষরণ শুরু হয় এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
‘তাঁর টিমকে চিকিৎসকরা জানিয়েছিলেন যে উদ্বেগের কিছু নেই তবে রক্তপাত বন্ধ করার জন্য একটি ছোট অস্ত্রোপচার করতে হবে। অপারেশনের পর শাহরুখ খানকে নাকে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গিয়েছে। এখন তিনি দেশে ফিরে এসেছেন এবং অনেকটাই সুস্থ আছেন।’, আরও জানায় ওই সূত্র।
প্রায় ৩১ বছরের দীর্ঘ কেরিয়ারে একাধিকবার চোট পেয়েছেন শাহরুখ। প্রতিবারই তাঁর অসুস্থতার খবর মন ভেঙে দিয়েছে তাঁর অনুরাগীদের। ২০১৭ সালেও তাঁকে একটি ছোট অপারেশনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। রইস-এর শুটিংয়ের সময় হাঁটুতে চোট পাওয়ার পর হয় হাঁটুর অস্ত্রোপচার। ২০১৩ সালে চেন্নাই এক্সপ্রেসের শুটিং শেষ হওয়ার পর কিং খান করিয়েছিলেন তাঁর অষ্টম অপারেশন। ২০০৯ সালে বাম কাঁধের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার জন্যও শাহরুখকে অপারেশন করতে হয়েছিল।
দীর্ঘ সাড়ে চারবছর রুপোলি পর্দা থেকে দূরে ছিলেন তিনি। পরপর ছবির ভরাডুবির পর একটা ছোট্ট ব্রেক নিতে চেয়েছিলেন। তবে তা দীর্ঘায়িত হয়েছিল, করোনা, লকডাউন, ছেলে আরিয়ানের মাদক মামলায় জেলে যাওয়ার কারণে। অবশেষে চলতি বছরের জানুয়ারি মাসেই পাঠান দিয়ে কামব্যাক করেন তিনি। ছবিটি বক্স অফিসে বিশ্বব্যপী প্রায় ১০০০ কোটির ব্যবসা করে।
এদিকে ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে জাওয়ান-এর। শাহরুখ-গৌরীর হোম প্রোডাকশন ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’ থেকে এই সিনেমা আসছে। কিং খান ছাড়াও রয়েছেন নয়নতারা, বিজয় সেতুপতি, প্রিয়ামানি। যদিও এখনও পর্যন্ত টিজার, ট্রেলারের দেখা নেই। প্রথমে শোনা গিয়েছিল ছবিটি মুক্তি পাবে ২ জুন। পরে ঘনিষ্ট সূত্রে জানা যায় ছবির ভিজ্যুয়াল এফেক্টের কাজ শেষ হয়নি। তাই আরও কিছুটা সময় লাগবে। খবর রয়েছে, ছবিতে দ্বৈত ভূমিকায় দেখা যাবে শাহরুখ খানকে।
সঙ্গে পাইপলাইনে রয়েছে রাজকুমার হিরানির ডাঙ্কিও। যাতে শাহরুখ খানের বিপরীতে রয়েছেন তাপসী পান্নু। সেই ছবির ডিসেম্বরে প্রাথমিকভাবে মুক্তির কথা থাকলেও, মনে করা হচ্ছে ২০২৪ সালেই তা পিছিয়ে যাবে।
For all the latest entertainment News Click Here