সেঞ্চুরি হাতছাড়া তিওয়ারির, জাতীয় দল থেকে ফিরেই রঞ্জিতে শতরান ইশান কিষাণের
ক’দিন আগেই চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্য়াচে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করেন ইশান কিষাণ। সেই ম্যাচে ২৪টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ১৩১ বলে ২১০ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন তিনি। ওয়ান ডে ক্রিকেটে সব থেকে কম বয়সে ও সব থেকে কম বলে ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়ার পরে দেশে ফিরে ফের তিন অঙ্কের ইনিংস খেলেন ইশান। এবার রঞ্জি ট্রফিতে ঝাড়খণ্ডকে ব্যাট হাতে নির্ভরতা দেন তিনি।
কেরলের বিরুদ্ধে দলের প্রথম ইনিংসে ছয় নম্বরে ব্যাট করতে নামেন ইশান। ৯টি বাউন্ডারির সাহায্যে ১৯৫ বলে ১৩২ রানের অনবদ্য ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি।
ইশান সেঞ্চুরি পূর্ণ করলেও নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন সৌরভ তিওয়ারি। তিনি ব্যক্তিগত ৯৭ রানের মাথায় আউট হয়ে বসেন। ২২৯ বলের ধৈর্যশীল ইনিংসে তিওয়ারি ৮টি চার মারেন।
আরও পড়ুন:- BENG vs UP Ranji Trophy: কৌশিক-অনুষ্টুপের ব্যাটে তৃতীয় দিনের শেষে জয়ের স্বপ্ন দেখছে বাংলা
ইশান সেঞ্চুরি করলেও ঝাড়খণ্ড অবশ্য কেরলের থেকে প্রথম ইনিংসের নিরিখে পিছিয়ে পড়ে। শুরুতে ব্যাট করে কেরল প্রথম ইনিংসে ৪৭৫ রান তোলে। ১৫০ রান করেন অক্ষয় চন্দ্রন। সঞ্জু স্যামসন ৭২ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন। ৫টি উইকেট নেন শাহবাজ নদিম।
আরও পড়ুন:- IND vs BAN 1st Test: কুলদীপের ঘূর্ণিতে দিশেহারা বাংলাদেশ, দ্বিতীয় দিনের শেষে ৮ উইকেট হারিয়ে ধুঁকছেন শাকিবরা
জবাবে ব্যাট করতে নেমে ঝাড়খণ্ড তাদের প্রথম ইনিংসে ৩৪০ রানে অল-আউট হয়। ৫টি উইকেট নেন জলজ সাক্সেনা। ১৩৫ রানের বড়সড় লিড পেয়ে যায় কেরল। তারা দ্বিতীয় দফায় ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে ১ উইকেটের বিনিময়ে ৬০ রান তুলেছে। অর্থাৎ, স্যামসনরা এখনই এগিয়ে ১৯৫ রানে।
For all the latest Sports News Click Here