সেঞ্চুরি করতে খাবি খেয়েছেন ভাইজান, ২০০ কোটির গণ্ডি পার করল ‘দ্য কেরালা স্টোরি’!
টিজার মুক্তির পর থেকে শুরু হয়েছিল বিতর্ক। একের পর এক আদালতে ছবির মুক্তি রুখতে দাখিল হয়েছে মামলা। তবে সব বাধা কাটিয়ে বক্স অফিস সুনামি এনেছে ‘দ্য কেরালা স্টোরি’। সোমবার প্রত্যাশা মতোই বক্স অফিসে ২০০ কোটির গণ্ডি পার করে ফেলল ‘দ্য কেরালা স্টোরি’। ‘পাঠান’-এর পর ২০২৩-এর দ্বিতীয় বলিউড ছবি হিসাবে এই নজির গড়ল সুদীপ্ত সেন পরিচালিত ছবি।
শেষ কবে কোনও মহিলাকেন্দ্রিক ছবি, কোনওরকম স্টার-পাওয়ার ছাড়া বক্স অফিসে ২০০ কোটির ব্যবসা করেছে, তা মনে করতে মাথা চুলকোতে হবে দর্শকদের। সলমন খান যেখানে বক্স অফিসে ১০০ কোটির ব্যবসা করতে খাবি খেয়েছেন সেখানে মাত্র আড়াই সপ্তাহেই ২০০ কোটির গণ্ডি পার করে ফেলল। সোমবার দেশের বক্স অফিসে ৪.৫০ কোটি টাকা আয় করে এই ছবি। যার সুবাদে এখন পর্যন্ত ‘দ্য কেরালা স্টোরি’র কালেকশন দাঁড়ালো ২০৩.৪৭ কোটি টাকা। যা এক কথায় অনবদ্য।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইঠ করেন, ‘২০০ কোটির গণ্ডি অচিরেই পার করল দ্য কেরালা স্টোরি…. সর্বকালীন ব্লকবাস্টারের তকমা পেল এই ছবি। তৃতীয় সপ্তাহের কালেকশন- শুক্রবার ৬.৬০ কোটি, শনিবার ৯.১৫ কোটি, রবিবার ১১.৫০ কোটি, সোমবার ৪.৫০ কোটি। ভারতের বক্স অফিসে মোট ব্যবসা ২০৩.৪৭ কোটি টাকা’।
গত ৫ই মে মুক্তি পেয়েছিল ধর্মান্তকরণের গল্প নির্ভর ‘দ্য কেরালা স্টোরি’। এই ছবিতে লিড রোলে অভিনয় করেছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিদ্ধি ইদনানি অভিনীত এই ছবি। প্রযোজনার দায়িত্বে রয়েছেন বিপুল শাহ, পরিচালনায় সুদীপ্ত সেন।
আরও পড়ুন-২০০ কোটির লক্ষ্যে এগোচ্ছে ‘দ্য় কেরালা স্টোরি’,নজির গড়ার পথে বাঙালি পরিচালক সুদীপ্ত সেন
‘দ্য কেরালা স্টোরি’ ২০০ কোটির গণ্ডি পার করার সঙ্গে সঙ্গেই নতুন মাইলফলক ছুঁলেন সুদীপ্ত সেন। তিনিই বলিউডের প্রথম বাঙালি পরিচালক যাঁর ছবি ২০০ কোটির এলিট ক্লাবে জায়গা করে নিয়েছে। এই কীর্তি ছুঁতে পারেননি অনুরাগ বসু, সুজিত সরকাররাও। ‘দ্য কেরালা স্টোরি’ সংবাদ শিরোনামে উঠে আসবার আগে হাতেগোনা বেশকিছু ছবি ও তথ্যচিত্র পরিচালনা করেছিলেন তিনি। তবে সেইভাবে খ্য়াতি আসেনি। কিন্তু এই ছবি ভাগ্য বদলে দিয়েছে তাঁর। সুপ্রিম ছাড়পত্রের পরেও বাংলায় এখনও প্রদর্শিত হচ্ছে না ‘দ্য কেরালা স্টোরি’। সেই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সুদীপ্ত, তবে দেশের জনতা নিরাশ করল না তাঁকে।
For all the latest entertainment News Click Here