সেঞ্চুরির জন্য আদর্শ পিচ, সুযোগ ছাড়লেন না বাবর আজম, ৫০০-র দোরগোড়ায় পাকিস্তান
ইংল্যান্ডের সাড়ে ছ’শোর জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ৫০০-র দোরগোড়ায়। চারজন ব্রিটিশ তারকার সেঞ্চুরির জবাবে পাকিস্তানের তিনজন ব্যাটসম্যান টপকে গিয়েছেন ব্যক্তিগত শতরানের গণ্ডি। বাবর আজম ঝুলিতে আরও একটি টেস্ট সেঞ্চুরি সংগ্রহ করার সুযোগ হাতছাড়া করতে রাজি ছিলেন না। রাওয়ালপিন্ডির ব্যাটিং স্বর্গে তিনি স্বভাবসুলভ ভঙ্গিতে তিন অঙ্কের রানে পৌঁছে গিয়েছেন। তবে সেট হয়েও উইকেট দিয়ে এসে হাত কামড়াতে পারেন মহম্মদ রিজওয়ান।
রাওয়ালপিন্ডি টেস্টে ইংল্যান্ডের ৬৫৭ রানের জবাবে পালটা ব্যাট করতে নেমে পাকিস্তান দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে বিনা উইকেটে ১৮১ রান তুলেছিল। আব্দুল্লা শফিক ৮৯ ও ইমাম-উল-হক ৯০ রানে অপরাজিত ছিলেন। তার পর থেকে তৃতীয় দিনের খেলা শুরু করে দুই পাক ওপেনার ব্যক্তিগত শতরান পূর্ণ করেন অনায়াসে।
আব্দুল্লা ১৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২০৩ বলে ১১৪ রান করে আউট হন। ইমাম ১৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২০৭ বলে ১২১ রান করে মাঠ ছাড়েন। তিন নম্বরে ব্যাট করতে নেমে আজহার আলি ২৭ রান করে সাজঘরে ফেরেন।
আরও পড়ুন:- AUS vs WI: একই টেস্টে সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি, গাভাসকরদের এলিট লিস্টে মার্নাস ল্যাবুশান
বাবর ক্রিজ ছাড়েন ১৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬৮ বলে ১৩৬ রান করে। সউদ শাকিল ৩৭ রানের যোগদান রাখেন। মহম্মদ রিজওয়ান আউট হন ২৯ রান করে। তৃতীয় দিনের শেষে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ৪৯৯ রান তোলে। নাসিম শাহ ১৫ রান করে আউট হয়েছেন। আঘা সলমন ১০ ও জাহিদ মাহমুদ ১ রানে অপরাজিত থাকেন।
আরও পড়ুন:- AUS vs WI: লক্ষ্য কঠিন হলেও অসম্ভব নয়, ক্যাপ্টেনের ব্যাটে পালটা লড়াই ক্যারিবিয়ানদের
সুতরাং, ইংল্যান্ডের তুলনায় এখনও ১৫৮ রানে পিছিয়ে রয়েছে পাকিস্তান। উইল জ্যাকস ৩টি, জ্যাক লিচ ২টি এবং অ্যান্ডারসন ও রবিনসন ১টি করে উইকেট নিয়েছেন।
For all the latest Sports News Click Here