‘সেক্স, পিরিয়ডস নিয়ে মা কোনওদিন কথা বলেনি’, এবার যৌনতার পাঠ দেবেন ‘ঠাকুমা’ নীনা
ব্যক্তিগত জীবনে বরাবর অকপট, অনায়াস নীনা গুপ্ত। রিল হোক বা রিয়েল লাইফ–ছক ভাঙতে ওস্তাদ তিনি। এবার পর্দাতেও ‘বিন্দাস’ দাদি মা-র ভূমিকায় দেখা যাবে ‘বাধাই হো’ অভিনেত্রীকে। নেটফ্লিক্সের আসন্ন ছবি ‘লাস্ট স্টোরিজ ২’-এর আর বাল্কি পরিচালিত গল্পে দেখা মিলবে নীনার। ছবির টিজার ও ট্রেলারে বিয়ের আগে যৌনতার পক্ষে সওয়াল করতে শোনা গিয়েছে সাদা চুলের নীনাকে। যা নিয়ে সোশ্য়াল মিডিয়ায় রীতিমতো আলোড়ন। কেন এই চ্যালেঞ্জিং চরিত্র করতে রাজি হলেন নীনা? জবাব দিলেন অভিনেত্রী। পাশাপাশি জানালেন, মায়ের কাছ থেকে কোনওদিন সেক্স বা পিরিয়ডস নিয়ে কোনও টিপসই পাননি। আরও পড়ুন-স্বামী যৌনতা চাইলে তাতে সম্মতি দেওয়া স্ত্রীর কর্তব্য, এটাই তো বলা হত: নীনা
‘লাস্ট স্টোরিজ ২’-এর ট্রেলারে শরীরকে ‘আগ্নেয়গিরি’ (মাউন্ট ফুজি) এবং যৌন লালসাকে ‘লাভা’র সঙ্গে তুলনা করেছেন নীনা গুপ্তা। নাতনি (ম্রুনাল ঠাকুর) ও তাঁর হবু বরকেকে নীনা উপদেশ দিয়েছেন বিয়ের আগে ‘টেস্ট ড্রাইভ’ করে নিতে। নাতনিকে বিয়ের আগেই যৌনসঙ্গমের পরামর্শ দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় তুলে দিয়েছেন নীনা।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘দাদি মা যেটা বলছেন, সেটা উনি না বললে এমন আলোচনা-সমালোচনা হত না। আসলে প্রত্য়েক দাদি মা (ঠাকুমা)-র উচিত এই কথাগুলো বলা, যা আমি ছবিতে বলেছি’।
নীনা যোগ করেন, সেক্স নিয়ে তরুণ প্রজন্মের সঙ্গে আলোচনা করাটা খুব জরুরি। নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমরা সেক্স নিয়ে কিছুই জানতাম না। আমার মা কোনওদিন সেক্স নিয়ে কিছু বলেনি। সেক্স ছাড়ুন ঋতুস্রাব নিয়ে পর্যন্ত উনি কিছু বলেননি।’ কলেজে পড়বার সময় বাড়িতে কড়া অনুশাসনের মধ্য়ে থাকতে হত নীনাকে, মেয়ে বন্ধুদের সঙ্গেও সিনেমা দেখতে যাওয়ার অনুমতি মিলতো না, জানান অভিনেত্রী।
নীনার কথায়, ‘আগে তো মেয়েদের সঙ্গে যৌনতার বিয়ের আগের দিন রাতে কথা বলা হত, জানানো হত। বলা হত রাতে যেটা ঘটবে, তাতে যেন সে ভয় না পায়। স্বামী যেন পালিয়ে না যায়। মহিলাদের বলা হত সন্তানের জন্ম দেওয়াই কাজ। বলা হত, স্বামী যদি যৌনতায় লিপ্ত হতে চান, তাহলে স্ত্রী হিসাবে তাঁকে কর্তব্য পালন করতে হবে। যদিও আজও এসব ঘটে’।
যথাযথ সেক্স এডুকেশনের অভাবে ভারতে এখনও যৌনতা বা সেক্স একটি ট্যাবু হিসাবেই গণ্য হয়। তাই যৌনতার পাঠ দেওয়াটা জরুরি বলেই বিশ্বাসী নীনা। আর বাল্কি ছাড়াও ‘লাস্ট স্টোরিজ ২’-এর বাকি তিন কাহিনি পরিচালনা করেছেন সুজয় ঘোষ, কঙ্কনা সেনশর্মা এবং অমিত আর শর্মা। ২৯শে জুন থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু এই ছবির।
For all the latest entertainment News Click Here