‘সেই রাতে কেঁদেছিল ধোনি’, CSK-র ডিনার টেবিলে কী হয়েছিল? রহস্য ফাঁস হরভজনের
ঠান্ডা মাথা রেখে দলকে জেতানো। কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। মাঠে এবং মাঠের বাইরে কোনও সময়ই বিতর্কে জড়ান না তিনি। এই সব কথা ক্রিকেটে এক ব্যক্তির ক্ষেত্রেই প্রযোজ্য। তিনি মহেন্দ্র সিং ধোনি। তবে তিনিও তো রক্ত মাংসে গড়া মানুষই। রাগ-আনন্দ, দুঃখ-হতাশা, সবকিছুই তাঁর মধ্যে রয়েছে। সম্প্রতি বিভিন্ন সময় ধোনির অজানা দিকগুলি প্রকাশ্যে এনেছেন তাঁর সতীর্থরা। মাহির সতীর্থ তালিকায় রয়েছেন ভারতের প্রাক্তন তারকা স্পিনার হরভজন সিংও। জাতীয় দলের পাশাপাশি চেন্নাই সুপার কিংসের হয়েও খেলেছেন তিনি। সম্প্রতি ভাজ্জি জানান, চেন্নাইয়ের সকল সতীর্থদের সামনেই একবার ধোনি কেঁদে ফেলেন।
ভারত তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অধিনায়ক হিসেবে ওডিআই বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্য়াম্পিয়ন্স ট্রফি পকেটে তুলেছেন তিনি। কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ জিতেও নির্বিকার থেকেছেন। তবে সম্প্রতি স্টার স্পোর্টসের হয়ে একটি অনুষ্ঠানে ইমরান তাহিরের সঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং জানান, সকল সামনে একবার কেঁদে ফেলে মহেন্দ্র সিং। তিনি বলেন, ‘এখানে ২০১৮ সালের একটা ঘটনা আমি উল্লেখ করতে চাই। সেবার চেন্নাই সুপার কিংস ২ বছরের নির্বাসন কাটিয়ে আইপিএলে ফিরে আসে। আমরা সকলেই রাতের খাবারের জন্য উপস্থিত হয়েছি। আমি শুনেছিলাম ছেলেরা কখনও কাঁদে না। কিন্তু ওই রাতে মহেন্দ্র সিং ধোনির সকলের সামনে কেঁদে ফেলে। ও কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিল। আমার মনে হয় না এটা অন্য কেউ জানে।’
সেই সময় চেন্নাই সুপার কিংস দলের সদস্য ছিল দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ইমরান তাহিরও। স্বাভাবিকভাবেই ওই নৈশভোজে তিনি উপস্থিত ছিলেন। হরভজনের কথা শুনে তিনি বলে ওঠেন, ‘হ্যাঁ, একদম তাই। সেই দিন আমিও ওখানে ছিলাম। ওর জন্য ওটা খুব আবেগপ্রবণ পরিস্থিতি ছিল। আমি এখানে এসে জানতে পেরেছি দলও মনের কত কাছের। পুরো দলকে ও নিজের পরিবারের মতো দেখে। এটা খুব আবেগপ্রবণ মুহূর্ত আমাদের সকলের জন্য।’
তাহির আরও বলেন, ‘দু’বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আমরা সেই বছর ফিরে এসেছিলাম। ফিরে আসার পরই আইপিএলের ট্রফি জিতি। ওই বছরে আমাদের দল দেখে সবাই বুড়োদের দল বলতে শুরু করে। আমি ওই দলেরই অংশ ছিলাম। ট্রফি জিততে পেরে খুব গর্ববোধ হয় আমার।’ চলতি মরশুমেও প্রথম চারে পৌঁছে গিয়েছে হলুদ বাহিনী। আজ প্রথম কোয়ালিফাই ম্যাচে তারা মুখোমুখি হয়েছে গত বছরের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের বিরুদ্ধে।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
For all the latest Sports News Click Here