সেই রং বদল হওয়া ড্রেসের কথা মনে আছে? স্ত্রীকে খুনের অভিযোগ স্রষ্টার বিরুদ্ধে
সালটা ২০১৫। গোটা ফেসবুক ছেয়ে গিয়েছিল একটি ভাইরাল ছবিতে। প্রশ্ন একটাই ছিল ছবিতে থাকা জামাটির রং কী? নীল কালো নাকি সাদা সোনালি? মনে আছে? সেই ভাইরাল হওয়া পোস্টটি যাঁর তাঁর স্বামীর বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ উঠেছে। তিনি নাকি তাঁর স্ত্রীকে হত্যা করতে চেয়েছেন।
স্কটিশ কোর্টের তথ্য অনুযায়ী ৩৮ বছর বয়সী কেইর জনসটনের নামে গ্লাসলো হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে তাও তাঁর স্ত্রীকে হত্যা করার চেষ্টার মতো গুরুতর অভিযোগে।
বিগত কয়েক বছর ধরে নাকি এই ব্যক্তি তাঁর স্ত্রীর উপর অকথ্য অত্যাচার করে চলেছিলেন। একই সঙ্গে তিনি নাকি অত্যন্ত দুর্ব্যবহার করতেন তাঁর সঙ্গে। এরপরই তিনি নাকি তাঁর স্ত্রী গ্রেসকে হত্যা করতে চান। এমনটাই ইউনাইটেড কিংডমসের একাধিক সংবাদ সংস্থা যেমন দ্য টাইমস, দ্য ন্যাশনাল ডেস্ক, ইত্যাদি জানিয়েছে।
এই সংবাদ সংস্থাগুলোর খবর অনুযায়ী জনসটন নাকি অত্যন্ত মারধর করেন তাঁর স্ত্রীকে, একটি দেওয়ালে সজোরে ধাক্কা দিয়ে খুন করার হুমকি দেন। একটি ছুরি দিয়ে ভয়ও দেখান তাঁকে। ২০১৯ এর এপ্রিল থেকে ২০২২ এর মার্চ এর মধ্যে নাকি একাধিক এমন ঘটনা ঘটিয়েছেন সেই ব্যক্তি। এমনটাই দ্য টাইমসের খবরে জানানো হয়েছে। তবে। সেই ব্যক্তি নাকি তাঁর বিরুদ্ধে আনা এই অভিযোগগুলোর একটিও মানেননি।
প্রসঙ্গত ২০১৫ সালে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রসঙ্গত গ্রেসের মা তাঁকে তাঁর বিয়ের সেই ভাইরাল পোশাকটির ছবি পাঠান যে কোনটা তিনি তাঁর মেয়ের বিয়েতে পরবেন। তখনই তাঁদের সেই পোশাকের রং নিয়ে বিতর্ক বাঁধে যে আদতে পোশাকটির রং কী? পরে সেই একই বিতর্ক, আলোচনা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
তাঁদের এই বিয়েতে উপস্থিত থাকা এক অতিথি এই পোশাকের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন। এবং জানতে চান যে এই পোশাকটি নীল কালো রঙের নাকি সাদা সোনালি রঙের। এরপরই পোস্টটি রীতিমত ভাইরাল হয়ে যায় এবং কিম কার্দাশিয়ান, টেলর সুইফটের মতো শিল্পীরাও সেই বিতর্কের আলোচনায় যোগ দেন।
For all the latest entertainment News Click Here