‘সেই ইচ্ছেতে টিক মার্ক পড়ল’, রক্তবীজের শ্যুটিং শেষ, আবেগঘন বার্তা পোস্ট সত্যমের
এবারের পুজো জমজমাট। হবে নাই বা কেন! ২০২৩ -এর পুজোতে ‘এক সে বড়িয়া এক’ বাংলা ছবি আসছে যে সেলুলয়েডের পর্দায়। এসভিএফ থেকে উইন্ডোজ কেউ কাউকে এতটুকু জমি ছাড়তে নারাজ। এই পুজোতেই মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের আগামী ছবি রক্তবীজ। সদ্যই এই ছবির শ্যুটিং শেষ হল। সেই কথা ঘোষণা করলেন পরিচালক থেকে অভিনেতা সকলে।
শিবপ্রসাদ এবং নন্দিতা রায় জুটির এই আগামী ছবি জুড়ে রয়েছে ভরপুর চমক। প্রথমত, এটা এই পরিচালকদ্বয়ের প্রথম থ্রিলার ছবি। এছাড়া এখানে প্রথমবার একে অন্যের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তী। একই সঙ্গে এই ছবিতে দেখা মিলবে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কেও।
ছবির শ্যুটিং শেষ হওয়ার কথা ফেসবুকে একটি ছোট ভিডিয়ো পোস্ট করে জানান শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি লেখেন, ‘শেষ হল রক্তবীজের শুটিং।’ এই ভিডিয়ো ছবির সমস্ত কলাকুশলীদের দেখা যাচ্ছে। মাঝে রক্তবীজ লেখা হাতে বসে আছেন নন্দিতা রায়। তিনি যেই বলো দুর্গা মায় কী বলে চেঁচিয়ে উঠেছেন অমনি বাকি সবাইকে জয় বলে চেঁচাতে শোনা যায়।
তবে একা শিবপ্রসাদ নন, এই ছবির অন্যতম অভিনেতা সত্যম ভট্টাচার্য, তথা বল্লভপুরের রূপকথার রাজা এদিন তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে লেখেন, ‘অনেক পরিচালকদের সঙ্গে কাজ করতে ইচ্ছে করে। কিন্তু যবে থেকে অভিনয় করব ঠিক করি তবে থেকে এই দুই মানুষের সঙ্গে কাজ করার বা ওদেরকে কাছ থেকে কাজ করতে দেখবার খুব ইচ্ছে ছিল। সেই ইচ্ছেতে টিক মার্ক পড়ল।’ তিনি আরও লেখেন, ‘অনেক ধন্যবাদ নন্দিতা দি এবং শিবপ্রসাদ দা, আমাকে তোমাদের পরিবারের সদস্য করার জন্য। ভবিষ্যতে আরও কাজ এক সঙ্গে করার ইচ্ছে রইল।’
প্রায় এক মাস আগে এই ছবির শ্যুটিং শুরু হয়েছিল। মার্চের ১৫ তারিখ এই ছবির শ্যুটিং শুরু হয়। শেষ হল ১২ এপ্রিল। দুইয়ের ঘোষণাই প্রোডাকশন হাউজ এবং পরিচালকদের তরফে করা হয়েছে।
এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন কাঞ্চন মল্লিক, সত্যম ভট্টাচার্য, দেবাশিস ভট্টাচার্য, অম্বরীশ ভট্টাচার্য, দেবলীনা কুমার প্রমুখ। এই ছবিতে গান গেয়েছেন সোশ্যাল মিডিয়া খ্যাত নন্দী সিস্টার্স। জানা গিয়েছে এই ছবিতে এমন কিছু ঘটনা উঠে আসবে যে ঘটনা একটা সময় পশ্চিমবঙ্গকে রীতিমত নাড়িয়ে দিয়েছিল।
For all the latest entertainment News Click Here