সৃজিত-অঞ্জন নন, দেবের ব্যোমকেশকে দিশা দেখাবেন আরেক বর্ষীয়ান পরিচালক
দেবকে যে এবার বড় পর্দায় একদম অন্যরূপে দেখা যাবে সে কথা সকলেই ইতিমধ্যেই জেনে গেছেন। সেলুলয়েডের পর্দায় দেব এবার আসবেন সত্যান্বেষীর চরিত্রে। হ্যাঁ, তিনি এবার ব্যোমকেশ হবেন। আর সেই কথা অভিনেতা নিজেই ২৮ জানুয়ারি টুইটারে পোস্ট করে জানান। এবার এই ছবির বিষয় আরও একটি নতুন তথ্য প্রকাশ্যে এল।
কানাঘুষোয় শোনা গিয়েছিল সৃজিত মুখোপাধ্যায় হয়তো এই ছবির পরিচালনা করবেন। কিন্তু পরিচালক নিজেই জানিয়ে দেন যে তিনি এই ছবির সঙ্গে একদমই যুক্ত নন। অন্যদিকে দেবও তাঁর পোস্টে আভাস দিয়েছিলেন যে এই ছবির পরিচালক কে হবেন সেটা তিনি পরে ঘোষণা করবেন। অবশেষে সেটা তিনি ৩ ফেব্রুয়ারি ঘোষণা করলেন। জানা গেল পরিচালকের আসনে থাকবেন বিরসা দাশগুপ্ত।
এদিন টুইটারে একটি টুইট করে অভিনেতা লেখেন ‘বিরসা দাশগুপ্ত তোমাকে এই ছবিতে স্বাগত জানাচ্ছি।’ একই সঙ্গে তিনি জানান, এই ছবির বাকি কলাকুশলীদের কথা শীঘ্রই ঘোষণা করা হবে। তাঁর কথায়, ‘শীঘ্রই বাকি কলাকুশলীদের কথা ঘোষণা করা হবে। ধন্যবাদ।’
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের দুর্গ রহস্য গল্প অবলম্বনে তৈরি হবে দেব প্রাইভেট লিমিটেড এবং শ্যাডো ফিল্মস প্রযোজিত ব্যোমকেশ দুর্গ রহস্য। টলিউডে দেখতে দেখতে ১৭ বছর কাটিয়ে ফেললেন দেব। ২৮ জানুয়ারি সেই বিশেষ দিন ছিল অভিনেতার জীবনে। আর এদিনই তিনি তাঁর আগামী প্রজেক্টের কথা ঘোষণা করেন।
তবে দেব ব্যোমকেশ হবে এই বিষয়টা জেনে অনেকেই যেমন উচ্ছ্বসিত তেমনই অনেকেই মজা পেয়েছেন। আসলে আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, গৌরব চট্টোপাধ্যায় বা সুশান্ত সিং রাজপুতের পর কেউই ‘পাগলু ডান্স’, বা চ্যালেঞ্জ নিবি না শালা খ্যাত অভিনেতাকে মানতে পারছেন না ব্যোমকেশের চরিত্রে।
তবে যতই বিতর্ক থাক বিগত বেশ কিছু ছবিতে দেব কিন্তু নিজেকে অন্যভাবে তুলে ধরেছেন। অন্যধারার ছবিতে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন বারবার। সে গোলন্দাজ ছবিতে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারির চরিত্র হোক বা টনিক ছবি হোক কিংবা কিশমিশ ছবি। এখন দেখার পালা তিনি ব্যোমকেশের চরিত্রে কতটা বাজিমাত করতে পারেন।
For all the latest entertainment News Click Here