‘সৃজনশীল স্বাধীনতার নামে অশ্লীলতা চলবে না’, ওটিটি নিয়ে কড়া নিদান অনুরাগ ঠাকুরের
মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর ওভার-দ্য-টপ (OTT) প্ল্যাটফর্ম যেমন Netflix এবং Hotstar-এর প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন মঙ্গলবার। যার মূল উদ্দেশ্যই ছিল ওটিটিগুলিকে দায়িত্বশীল বিষয়বস্তু তৈরিতে উৎসাহ প্রদান করা, ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়াতে এবং ভিন্নভাবে অক্ষম ব্যক্তিদের জন্য ওটিটিকে আরও গ্রহণযোগ্য করে তোলা।
অনুরাগ এদিনের মিটিংয়ে বিশেষ করে বলেন, ওটিটি প্ল্যাটফর্মগুলি বর্তমানে একটি গেম-চেঞ্জার হিসেবে আবির্ভূত হয়েছে। এবং প্রতিভাবান নির্মাতাদের সুযোগ করে দিয়েছে বিশ্বব্যাপী তাদের কাজ প্রদর্শনের পথ প্রশস্ত করতে। তাই অনুরাগ ওটিটি-র প্রতিনিধিদের কাছে অনুরোধ করেন, ‘সৃজনশীল অভিব্যক্তি’-র ছদ্মবেশে যেন অশ্লীলতার অপব্যবহার করা না হয়।
বিষয়বস্তু নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন মন্ত্রী। তাঁকে বলতে শোনা যায়, ‘ভারত একটি বৈচিত্র্যময় দেশ। ওটিটি অবশ্যই দেশের সম্মিলিত বিবেকের প্রতিফলন ঘটাবে এবং সব বয়সের মানুষের জন্য একটি সুস্থ বিনোদনের অভিজ্ঞতা প্রদান করবে। তবে প্ল্যাটফর্মগুলিকে অবশ্যই আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি সংবেদনশীল হতে হবে। কারণ সৃজনশীলতাই ভারতের অর্থনীতিকে উন্মোচন করে।’
অনুরাগ চাইলেন, ওটিটিগুলি এমন বিষয়বস্তুর উপর সিনেমা সিরিজ নিয়ে আসুক যা দেশীয় দর্শকদের সাংস্কৃতিক সংবেদনশীলতার সঙ্গে খাপ খায়। এবং ভারতের আঞ্চলিক বিষয়বস্তুকে উদযাপন করে।
বিভিন্ন ওটিটি থেকে আসা প্রতিনিধিরাও মন্ত্রক দ্বারা বর্ণিত লক্ষ্যগুলি প্রতি তাঁদের অঙ্গীকার ব্যক্ত করেছেন। তাঁরা জানিয়েছেন, তাঁদের নাগালের মধ্যে যে দায়িত্বগুলি আসে তা পূরণ করার। জাতির সম্মিলিত বিবেকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিষয়বস্তু তৈরির আশ্বাসও দিয়েছেন। ঠাকুর টুইট করে জানান, শ্রোতাদের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে শিল্পের মধ্যে উদ্ভাবন শক্তিকে আরও বৃদ্ধি ঘটনারো চেষ্টা চালাতে হবে।
ওটিটি প্ল্যাটফর্মগুলি ভারতে আরও দায়িত্বশীল বিনোদন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। অনুরাগ ঠাকুরের মতে, সরকার ও ইন্ডাস্ট্রিকে একসঙ্গে সৃজনশীল অভিব্যক্তি, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং মূল্যবোধের দিকে নজর রেখে চলতে হবে। তাহলেই উন্নতি সম্ভব।
For all the latest entertainment News Click Here