সূর্যের নজির ছাপিয়ে ২০২২-এ সব ফর্ম্যাট মিলিয়ে ভারতের সর্বোচ্চ রানের মালিক শ্রেয়স
শুভব্রত মুখার্জি: মঙ্গলবার থেকে চট্টগ্রামে শুরু হয়েছে ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ। ওয়ানডে সিরিজ হারের পর স্বাভাবিক ভাবেই ভারতের লক্ষ্য টেস্ট সিরিজ জেতা। অন্য দিকে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে গেলে এই সিরিজে বড় ব্যবধানে জিততে হবে ভারতীয় দলকে। তার উপরে চোট থাকায় প্রথম টেস্ট খেলতে পারছেন না ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। এমন আবহে প্রথম দিনে ব্যাট করতে নেমে একটা সময় সমস্যায় পড়ে গিয়েছিল ভারতীয় দল। কেএল রাহুল, শুভমন গিল, বিরাট কোহলি এবং ঋষভ পন্তের উইকেট তাড়াতাড়ি পড়ে গিয়েছিল। সেখান থেকে চেতেশ্বর পূজারাকে সঙ্গী করে ভারতকে টেনে তোলেন শ্রেয়স আইয়ার। দিনের শেষে ৮২ রানে অপরাজিত রয়েছেন শ্রেয়স। আর এই ইনিংস খেলেই তিনি গড়ে ফেলেছেন এক নয়া নজির।
আরও পড়ুন: ICC ODI Rankings-এ ১১৭ ধাপ উপরে বিশাল লাফ ইশান কিষাণের, কোহলিও উঠলেন দু’ ধাপ
চলতি ক্রিকেটবর্ষে সব ফর্ম্যাট মিলিয়ে ভারতীয় দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন তিনি। টপকে গেলেন সূর্যকুমার যাদবকে। প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ২৭৮ রান। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এ দিন ১৬৯ বলে খেলে ৮২ রানের অপরাজিত একটি ইনিংস খেলেন শ্রেয়স। চেতেশ্বর পূজারার সঙ্গে জুটি বেঁধে ভারতকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন। পূজারা ৯০রান করে আউট হয়েছেন এ দিন।
আরও পড়ুন: Video- উইকেটে বল লাগল, স্টাম্প নড়ল, লাল আলোও জ্বলল, তবু আউট হলেন না শ্রেয়স
বুধবারের ইনিংসের পরে ২০২২ সালে এখনও পর্যন্ত তিনটি ফর্ম্যাট মিলিয়ে শ্রেয়স আইয়ারের ঝুলিতে রয়েছে ১৪৮৯ রান। খেলেছেন ৩৮টি ইনিংস। সর্বোচ্চ স্কোর অপরাজিত ১১৩। রাঁচিতে ওয়ানডে-তে তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ইনিংস খেলেছিলেন।
অন্যদিকে চলতি বর্ষে ৪৩টি ইনিংস খেলেছেন সূর্যকুমার। তাঁর ঝুলিতে রয়েছে ১৪২৪ রান। তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ১১৭ রান। এই তালিকায় তিনে রয়েছেন বিরাট কোহলি। তিনি ৩৯ টি ইনিংস খেলে করেছেন ১৩০৪ রান। তাঁর সর্বোচ্চ স্কোর ১২২। চারে রয়েছেন ঋষভ পন্ত। তিনি ৪১টি ইনিংসে করেছেন ১২৭৮ রান। তাঁর সর্বোচ্চ স্কোর ১৪৬। পাঁচে রয়েছেন রোহিত শর্মা। তিনি ৪০ ইনিংসে করেছেন ৯৯৫ রান। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৭৬ রান।
For all the latest Sports News Click Here