সূর্যকে এবার পাকাপোক্ত ভাবে তিন নম্বরেই খেলানো উচিত- বড় দাবি করলেন সেহওয়াগ
টি-টোয়েন্টি ক্রিকেট মানেই চার-ছক্কার বন্যা। এই ফর্ম্যাট পুরোটাই ব্যাটসম্যান নির্ভর। ব্যাটাররা লম্বা লম্বা শট হাঁকান। বোলারদের বিশেষ কিছুই করার থাকে না। ব্যাটারদের বড় বড় সব নজিরের পাশে বোলারদের কৃতিত্ব থাকে নগণ্য।
এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার সূর্যকুমার যাদব। তাঁর নতুন নাম মিস্টার ৩৬৫। মাঠে কোনও কোণা বাকি নেই, যেখানে তিনি শট মারেন না। ২০২৩ আইপিএলের শুরুটা অবশ্য ভালো করতে পারেননি সূর্য। প্রথম ৫ ম্যাচে রান ছিল না। পছন্দের শট খেলতে গিয়ে আউট হচ্ছিলেন। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ছন্দে ফিরলেন। সেই ম্যাচে অধিনায়কত্বের পাশাপাশি রান করেছিলেন সূর্য। সেই শুরু। তার পর থেকে আর থামানো যায়নি তাঁর ব্যাট।
আরও পড়ুন: ভারতের নির্বাচক কমিটির বৈঠক লাইভ হলে, সুপারহিট হবেই- ঘুরিয়ে BCCI-কে খোঁচা রবি শাস্ত্রীর
যত সময় গড়াচ্ছে, তত যেন খোলস ছেড়ে বের হচ্ছেন তিনি। একের পর এক দুরন্ত সব ইনিংস খেলছেন তিনি। যে সব শট অনায়াসে বাউন্ডারির বাইরে ফেলছেন, সেই সব শট মারার কথা ভাবতেই পারেন না অনেকেই। পরের ৭ ম্যাচের মধ্যে চারটি অর্ধশতরান এবং একটি শতরান করেছেন তিনি। এই পরিসংখ্যান থেকেই বোঝা যাচ্ছে, ঠিক কী রকম ছন্দে রয়েছেন সূর্য। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সেঞ্চুরি করার পর তো, তাঁকে নিয়ে এখন জোর চর্চা চলছে।
কিংবদন্তি ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ স্কাইয়ের পারফরম্যান্সে মুগ্ধ। তিনি মুম্বই ইন্ডিয়ান্সের থিঙ্ক ট্যাঙ্ককে পরামর্শ দিয়েছেন, সূর্যকুমার যাদবকে তিন নম্বরেই খেলানোর জন্য। ২০২৩ আইপিএলে সূর্যকুমারের ব্যাটিং কৌশল সম্পর্কে কথা বলতে গিয়ে সেহওয়াগ দাবি করেছেন যে, তারকা খেলোয়াড় রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের জন্য পাকাপোক্ত ভাবে ৩ নম্বরেই ব্যাট করতে নামতে পারেন। স্টার স্পোর্টসকে বীরুর বলেছেন, ‘স্কাই মুম্বই ইন্ডিয়ান্সের জন্য ৩ নম্বরেই স্থায়ী ভাবে ব্যাট করতে পারে। কারণ ও পেস এবং স্পিন দু’ক্ষেত্রেই ভালো খেলে।’
আরও পড়ুন: আমি বোলারদের অধিনায়ক- সেঞ্চুরির পরেও শুভমনের নাম উচ্চারণ করলেন না হার্দিক
রোহিত অ্যান্ড কোং-এর হয়ে জিটি-র বিরুদ্ধে সূর্যকুমার ৪৯ বলে ১০৩ রানের ম্যাচ জয়ী নক খেলেন। এবং সেই ম্যাচে ওয়াংখেড়েতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ২৭ রানের জয় ছিনিয়ে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। তারা এখন প্লে-অফের ওঠার বড় দাবীদার। কিংবদন্তি ভারতীয় স্পিনার হরভজন সিং লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামার আগে দাবি করেছিলেন, লিগ তালিকার প্রথম দুইয়ের মধ্যে শেষ করবে মুম্বই ইন্ডিয়ান্স।
হরভজন বলেন, ‘মুম্বই ইন্ডিয়ান্স আবারও প্রমাণ করেছে, ওরা চ্যাম্পিয়ন দল এবং কী ভাবে শক্তিশালী ভাবে ফিরে আসা যায়, সেটা ভালো করে ওরা জানে। প্রতিযোগিতার প্রথম পর্বে হারের ধাক্কার পরে কেউ মুম্বইকে ধর্তব্যে আনছিল না। কিন্তু ওরা জিততে শুরু করার পর থেকেই সাফল্য পাচ্ছে। মুম্বই পারে প্রথম দুইয়ের মধ্যে শেষ করতে। গুজরাট টাইটান্সের ইতিমধ্যে ১৮ পয়েন্ট। মুম্বই ২ ম্যাচ জিতলে ওদেরও ১৮ হবে। আর কারও পক্ষে এই পয়েন্ট পাওয়া সম্ভব নয়।’
For all the latest Sports News Click Here