সূর্যকুমার যখন ফটোগ্রাফার: মাঠে ঢুকে পড়া ভক্তের সঙ্গে কোহলির ছবি তুলে দিলেন SKY
কমবেশি সব খেলাতেই প্রিয় তারকার সঙ্গে দেখা করার জন্য সব বাধা টপকে অনুরাগীদের মাঠের মধ্যে ঢুকে পড়তে দেখা যায় মাঝে মধ্যেই। ক্রিকেটেও এমন ছবি বিরল নয়। সচিন-ধোনি-রোহিত-যুবরাজ থেকে বিরাট কোহলি, অনুরাগীদের ভালোবাসার অত্যাচার সহ্য করতে হয়েছে টিম ইন্ডিয়ার মহাতারকাদের। কখনও বিষয়টা বিরক্তির পর্যায়ে পৌঁছে যায়, কখনও আবার হাসি মুখে অনুরাগীদের আব্দার মেটাতে দেখা যায় খেলোয়াড়দের।
তবে করোনা পরবর্তী সময়ে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিতে পারে বলেই মাঠে ঢুকে পড়া দর্শকদের সঙ্গে কঠোর আচরণ করতে দেখা যায় নিরাপত্তারক্ষীদের। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্য়াশনাল স্টেডিয়ামে ফের দেখা গেল সেই ছবি। তবে এবার কোহলির অনুরাগীর ভাগ্য এতটাই ভালো ছিল যে, শুধু দেখা করা নয়, বরং বিরাটের সঙ্গে ছবি তোলার সুযোগও মিলে যায় তাঁর।
উল্লেখযোগ্য বিষয় হল, মাঠে ঢুকে পড়া কোহলির অনুরাগীর জন্য ফটোগ্রাফারের ভূমিকা পালন করলেন সূর্যকুমার যাদব। সিরিজের তৃতীয় ম্য়াচে ভারতের জয়ের পরে কোহলির এক ভক্ত মাঠে ঢুকে পড়েন। বিরাটের পা ছুঁয়ে প্রণাম করেন তিনি। পরে কোহলির পাশে দাঁড়িয়ে ছবিও তোলেন। ছবি তুলে দেন সূর্যকুমার। বলাবাহুল্য, সূর্যকুমারের এমন আচরণের ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন:- IND vs SL: বড় সমস্যার সমাধান করেছেন সিরাজ, পুরস্কার বিতরণী মঞ্চে স্পষ্ট জানালেন কোহলি
ম্যাচে কোহলির প্রাপ্তির ভাঁড়ার কার্যত পূর্ণ। তিনি ১৩টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ১১০ বলে ১৬৬ রান করে অপরাজিত থাকেন। কেরিয়ারের ৪৬তম ওয়ান ডে সেঞ্চুরি করার পথে মাহেলা জয়াবর্ধনেকে টপকে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি রান সংগ্রহকারীদের তালিকায় পাঁচ নম্বরে উঠে আসেন বিরাট।
আরও পড়ুন:- ১৫ জানুয়ারির সঙ্গে কোহলির মাখোমাখো সম্পর্ক, ব্যাট করতে নামলেই সেঞ্চুরি বাঁধা! দেখুন চমকপ্রদ পরিসংখ্যান
শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে বিরাট এই নিয়ে মোট ১০টি সেঞ্চুরি করলেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোনও একটি দেশের বিরুদ্ধে সব থেকে বেশি শতরান করার রেকর্ড গড়েন কোহলি। কোনও একটি প্রতিপক্ষের বিরুদ্ধে ১০টি ওয়ান ডে শতরান করতে পারেননি বিশ্বের আর কোনও ব্যাটার। এর আগের এই রেকর্ড ছিল যুগ্মভাবে বিরাট ও তেন্ডুলকরের নামে। বিরাট ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯টি ওয়ান ডে শতরান করেছেন। তেন্ডুলকর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯টি ওয়ান ডে সেঞ্চুরি করেছেন।
ভারতও এই ম্যাচে দুর্দান্ত একটি বিশ্বরেকর্ড গড়ে। শ্রীলঙ্কাকে তারা ৩১৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দেয়। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি রানের ব্যবধানে ম্যাচ জয়ের সর্বকালীন রেকর্ড এটি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here