সুহানা-খুশি-অগস্ত্যদের ‘আর্চিস’ নেপোটিজমের ‘আঁতুড় ঘর’! বিতর্কে মুখ খুললে জোয়া
দিনকয়েক আগেই প্রকাশ্যে এসেছে জোয়া আখতারের ‘দ্য আর্চিস’-এর ট্রেলার। এই সিনেমা দিয়ে ডেবিউ করতে চলেছেন তিন স্টার কিড। বনি কাপুর ও শ্রীদেবী কন্যা খুশি কাপুর। শাহরুখ খানের ছোট মেয়ে সুহানা খান। অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন নন্দার ছেলে অগস্ত্য নন্দা।
ট্রেলার সামনে আসার পর সবথেকে যে বিষয় নিয়ে চর্চা হচ্ছে তা হল নেপোটিজম। অনেকেই নেটফ্লিক্সের সিনেমা ‘দ্য আর্চিস’-এর গায়ে সেঁটে দিয়েছেন ‘স্বজন-পোষণের আঁতুড় ঘর’ কথাটি। জোয়া এক সাক্ষাৎকারে জানান, নেপো বিতর্ক উঠতে তিনি আগে জানতেন। সে বিষয়ে বলেও রেখেছিলেন সুহানা-খুশি-অগস্ত্যদের। জোয়ার মতে, যে কোনও শিশুই চান, বাবা-মার পথ অনুসরণ করতে। এতে অবাক হওয়ার কিছু নেই!
Film Companion-কে দেওয়া সাক্ষাৎকারে জোয়া জানান, ‘দিনের শেষে আমরা সবাই বড় হয়ে আমাদের স্বপ্ন পূরণ করতে চাই। আপনি বাড়িতে আপনার বাবা-মাকে দেখে বড় হন। আপনি তাঁদের পথই অনুসরণ করতে চান। সেটাই তো স্বাভাবিক। কে তোমাকে বলার তুমি এটা করতে পারবে না বা ওটা করতে পারবে না। তোমাকে তোমার মাথা নীচু রাখতে হবে এবং পরিশ্রম করে যেতে হবে।’
‘দিনের শেষে আপনি যদি নিজের কাজ ভালোভাবে করে যেতে পারেন তাহলে কেউ আপনাকে আটকাতে পারবে না। আপনি অপ্রতিরোধ্য হবেনই। নিজের কাজটা করে যাও শুধু। কারণ একথা কথা মনে রাখবে তুমি কিন্তু নিজেকে ছাড়া আর কাউকে কন্ট্রোল করতে পারবে না। সততার সঙ্গে কাজ করলে দর্শকদের সঙ্গে নিজের একটা যোগাযোগ তৈরি করতে পারবে। তারা তোমাকে পছন্দ করাও যেমন তোমার হাতে নেই, তেমন না পছন্দ করাও। শুধু তোমার হাতে আছে নিজেকে নিয়ন্ত্রণ করা। তাই নিজের উপর ফোকাস করো।’
জোয়া আর্চিসে ১৯৬৪ সালের প্রেক্ষাপটে তুলে ধরেছে রিভারডেলকে। ফোকাসে সেখানের একদল তরুণ-তরুণী। যারা গান করে, নাচ করে, হাসি-মজায় সময় কাটায় নিজেদের মধ্যে। রেট্রো লুক, টাইপরাইটার, সাইকেল, মিল্কশেক, ওয়াকম্যান– সেইসময়কার সব জিনিসই ছবিতে ফুটিয়ে তুলেছেন জোয়া। আর্চিস গ্যাঙের বন্ধুদের মধ্যে দেখা গেল সুহানা খান, অগস্ত্য নন্দা, খুশি কাপুর সহ অন্যান্যদের। তাঁরা কখনও একে অপরের প্রেমে পড়েছেন কখনও বা আবার সেই প্রেমে আঘাত পাচ্ছেন। তিন তারকা সন্তান ছাড়াও রয়েছেন হির আহুজা, ডট, যুবরাজ মেন্ডা এবং বেদাং রায়না।
For all the latest entertainment News Click Here