সুশান্ত মৃত্যু সম্পর্কিত মাদক মামলায় বড় স্বস্তি রিয়ার! কাটল জামিন নিয়ে জট
সুশান্ত সিং রাজপুত মামলায় বড় স্বস্তি পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর তরফে জানানো হল সুশান্তের সঙ্গে জড়িত মাদক মামলায় রিয়াকে জামিন দেওয়া নিয়ে যে চ্যালেঞ্জ তারা করেছিলেন, তা উঠিয়ে নেওয়া হচ্ছে।
রিয়ার জামিনের বিরোধিতা করেছিল সিবিআই ২০২০ সালের অক্টোবরে। এদিন তা প্রত্যাহার করে নেওয়ার পাশাপাশি সংস্থা জানিয়েছে বম্বে হাইকোর্টের ব্যাখ্যা অনুসারে এনডিপিএস আইনের ধারা ২৭এ (যার অনুসারে অবৈধভাবে টাকার অনৈতিক লেনদেন ও অপরাধীকে আশ্রয় দেওয়ার জন্য একজনকে সর্বোচ্চ ২০ বছরের জন্য জেলে পাঠানো যেতে পারে) অনুসারে একটি উপষুক্ত সময়ের জন্য চ্যালেঞ্জটি তুলে রাখা হল।
প্রসঙ্গত, ২০২০ সালের ১৪ জুন সুশান্তকে নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তার মর্মান্তিক মৃত্যু সারা দেশের মানুষের মনে আঘাত দিয়েছিল। তাঁর মৃত্যুর পর অভিনেতার বাবা কে কে সিং, সুশান্তের বান্ধবী রিয়ার উপর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে এফআইআর দায়ের করেন। আর সুশান্তের মৃত্যুর মাসখানেকের মধ্যেই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) অভিনেতার মৃত্যুর সঙ্গে যুক্ত মাদকের মামলায় রিয়া এবং তার ভাই শৌক চক্রবর্তীকে গ্রেপ্তার করে। রিয়াকে ওই বছরেরই সেপ্টেম্বরের ৮ তারিখ গ্রেফতার করে এনসিবি। তার চারদিন আগে গ্রেফতার হন অভিনেত্রীর ভাই শৌভিক। পরে তাঁরা দুজনই জামিনে মুক্তি পান। প্রথমে রিয়া ও পরে সৌভিক। সেই সময় এক লাখ টাকার বন্ড দিয়ে জেল থেকে ছাড়া পান সুশান্তের প্রাক্তন বান্ধবী।
সম্প্রতিই কাজে ফিরেছেন রিয়া। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘চেহরে’ ছবিতে। যেখানে তাঁর সঙ্গে ছিলেন ইমরান হাসমি ও অমিতাভ বচ্চন। ছবি প্রথম থেকেই সুশান্ত ভক্তরা বয়কটের ডাক তুলেছিল। সমালোচকদের দ্বারাও সামদৃত হয়নি ছবিখানা। আপাতত তাঁকে এমটিভির সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শো রোডিজ: কর্ম ইয়া কাণ্ড-এ দেখা যাচ্ছে। যেখানে প্রিন্স নারুলা, গৌতম গুলাটির সঙ্গে তিনি একজন গ্যাং লিডার। রোডিজে কাজের জন্য আপাতত শিরোনামে রয়েছেন রিয়া।
চলতি বছরের জুন মাসে সুশান্তের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে রিয়া সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছিলেন তাঁদের আদুরে একটি ভিডিয়ো। লাদাখের পাহাড়ি পরিবেশে পরস্পরকে আগলে বসে রয়েছেন রিয়া-সুশান্ত। মাত্র কয়েক সেকেন্ডের এই ভিডিয়োয় খিলখিলিয়ে হাসতে আর আলিঙ্গন করতে দেখা গিয়েছে দুজনকে। ২০১৯ সালে লাদাখ ঘুরতে গিয়েছিলেন তাঁরা, খুব সম্ভবত সেই সময়ের ভিডিয়ো এটি। আর ক্যাপশনে একটি হৃদয়ের এবং অসীম (ইনফিনিটি)-এর ইমোটিকন যোগ করেন রিয়া।
For all the latest entertainment News Click Here