সুরাটের যোগ দিবসের উদযাপনে সামিল ১.৫৩ লাখ মানুষ! রেকর্ড গড়ে নাম উঠল গিনিস বুকে
গুজরাটের সুরাটে এদিন যোগ দিবস পালিত হল ধুমধাম করে। আর সেখানেই নয়া বিশ্ব রেকর্ড তৈরি হল। পৃথিবীর সব থেকে বড় যোগা সেশন হয় এদিন। অংশ নিয়েছিলেন ১.৫৩ লাখ মানুষ। শহরের রাজপথ ছেয়ে যায় অংশগ্রহণকারীতে। গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের কর্মীরা যাঁরা এদিন উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে তাঁরা জানিয়েছেন সুরাটের এদিনের যোগা সেশনে মোট ১.৫৩ লাখ মানুষ অংশ নিয়েছিলেন। এর আগে ২০১৮ সালে যোগ দিবস উপলক্ষ্যে রাজস্থানের কোটায় ১,০০,৯৮৪ মানুষ অংশ নিয়েছিলেন।
এদিনের এই অনুষ্ঠান এবং বিশ্ব রেকর্ড নিয়ে গুজরাটের হোম মিনিস্টার হর্ষ সংভী জানান ‘গুজরাটের এই যোগ দিবসের অনুষ্ঠান নতুন বিশ্ব রেকর্ড গড়ল। এখানে এদিন যোগা সেশনের জন্য সব থেকে বেশি মানুষ অংশ নিয়েছিলেন। এদিন ১ লাখেরও বেশি মানুষ অংশ নেন, এবং পুরনো রেকর্ড ভেঙে ফেলেন।’
এদিনের অনুষ্ঠানটি সুরাটের ডামাস এলাকায় অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। সুরাট মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার শালিনী আগরওয়াল জানান, ‘রাজ্যের তরফে ১.২৫ লাখ মানুষের একটা টার্গেট রাখা হয়েছিল। আমরা অনুমান করেছিলাম যে এত সংখ্যক মানুষ এখানে জমায়েত হবেন। কিন্তু এখন জানতে পারছি তার থেকে অনেক বেশি প্রায় ১.৫০ লাখ মানুষ জড়ো হয়েছিলেন এই অনুষ্ঠানের জন্য।’
এদিন যোগ দিবস ভারতের বিভিন্ন প্রান্তে পালিত হয়। স্কুল, কলেজ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান, রাজ্য স্তরে পর্যন্ত এই বিশেষ দিনের উদযাপনের জন্য যোগা সেশনের ব্যবস্থা করা হয় নানা জায়গায়।
গুজরাটের মুখ্যমন্ত্রী এই রেকর্ডের পর অনুষ্ঠান থেকেই জানান তিনি যোগব্যায়ামের জনপ্রিয়তা বাড়াতে তাঁর রাজ্য জুড়ে ২১টি যোগ স্টুডিও বানাবেন। তিনি বলেন, ‘রাজ্যের যোগ বোর্ডে এখনও পর্যন্ত ৫০০০ জন প্রশিক্ষিত ইন্সট্রাক্টর আছেন। আগামীতে এখানে ২১টি যোগ স্টুডিও খোলা হবে।’ এদিন ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে গুজরাটের বিভিন্ন এমএলএ, এমপিরাও এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। গুজরাটের বিভিন্ন প্রান্তে এদিন মত ৭২,০০০ জায়গায় যোগ দিবস পালিত হয়েছে বলেই সরকারি ভাবে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীকে কৃতিত্ব দেন ভূপেন্দ্র প্যাটেল গোটা বিশ্বে যোগব্যায়ামের মাহাত্ম্য প্রচার করার জন্য। তিনি তাঁর বক্তব্যে এদিন আরও বলেন, ‘আমরা সকলেই জানি মহামারীর সময় এই যোগব্যায়াম এবং প্রাণায়াম কীভাবে সকলকে সাহায্য করেছে সুস্থ হতে।’
For all the latest entertainment News Click Here