সুবান রায়ের সঙ্গে বিবাহ-বিচ্ছেদ, নতুন প্রেমে পড়েছেন ‘কৃষ্ণকলি’ তিয়াসা?
২০১৭-তে মাত্র ১৯ বছরেই অভিনেতা সুবান রায়ের সঙ্গে ঘর বেঁধেছিলেন ‘কৃষ্ণকলি’ তিয়াসা রায়। তাঁদের প্রেমের শুরু হয়েছিল স্টুডিয়ো পাড়াতেই। বহুদিন সম্পর্কের টানাপোড়েনের পর তবে গতবছর ফেব্রুয়ারি মাসেই আইনি বিচ্ছেদ হয়েছিল তিয়াসা লেপচা ও সুবান রায়ের। এদিকে টলিপাড়ায় জোর গুঞ্জন ‘কৃষ্ণকলি’র নায়ক, অভিনেতা নীল ভট্টাচার্যের সঙ্গেই নাকি আদপে প্রেম করছেন তিয়াসা রায়।
মাঝে নীল ভট্টাচার্য ও তাঁর অভিনেত্রী স্ত্রী তৃণা সাহার সম্পর্কেও ভাঙনের গুঞ্জন শোনা গিয়েছিল। টলিপাড়ায় কানপাতলেই শোনা যাচ্ছিল, সেটা নাকি নীলের সঙ্গে তিয়াসার বিশেষ বন্ধুত্বের কারণেই ঘটেছিল। সত্যিই কি তাই? যদিও এই গুঞ্জন নিয়ে নীল কিংবা তিয়াসা কখনওই কোনও মন্তব্য করেননি।
আরও পড়ুন-মধ্যপ্রদেশের জঙ্গলে শ্যুটিং, সৃজিতের কানে হুল ফোটাল মৌমাছি, ক্ষতবিক্ষত টিম ব্যোমকেশ…
আরও পড়ুন-তখন মাঝরাত! বাড়িতে ফিরেই ফেসবুকে ফের লম্বা পোস্ট বিরক্ত পরীমনির, ফের কী ঘটল?
আরও পড়ুন-গৌরবের সঙ্গে বিয়ের পরই ঋত্বিকার সঙ্গে ঘটে অদ্ভুত সব ঘটনা! কী এই ‘অভিশপ্ত’ রহস্য?
এদিকে ২০১৮ সালে থেকে জনপ্রিয় ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের দৌলতে বেশকয়েক বছর টানা একসঙ্গে কাজ করেছেন নীল ও তিয়াসা। সম্প্রতি, ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকেও ফের একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তাঁরা। পর্দায় নীল-তিয়াসা জুটিকে বেশ পছন্দও করেন দর্শকরা। সিরিয়ালের পাশাপাশি একসঙ্গে বহু রিল ভিডিয়ো বানাতেও দেখা যায় তাঁদের। তবে নতুন প্রেমের গুঞ্জনে ঠিক কী বলছেন অভিনেত্রী তিয়াসা লেপচা?
আনন্দবাজার অনলাইনকে তিয়াসা জানিয়েছেন, বিচ্ছেদের পর তিনি এখন শুধুই মন দিয়ে কাজ করতে চান। প্রেম নিয়ে ভাবার তাঁর সময় নেই। রাজনৈতিক মিছিলে হাঁটলেও রাজনীতিতে নয়, আপাতত অভিনয়কেই ধ্যানজ্ঞান করতে চান তিনি। প্রেম নিয়ে মজা করে তিয়াসা বলেন, ‘সবাইকে বলছি ভালো ছেলে খুঁজে দিতে, কিন্তু কেউ দিচ্ছে না।
এদিকে তিয়ার সঙ্গে বিচ্ছেদের পর অভিনেতা সুবান রায় বলেছিলেন, তিয়াসাকে তিনি বিশ্বাস করে ঠকেছেন। তাই আপাতত প্রেম, ভালোবাসা এবার তোলা থাক। যদি কখনও এমন মানুষ পান, যে ধাক্কা দেবে না, তাহলে না হয় দেখা যাবে। তবে ভেঙে যাওয়া সম্পর্ক নিয়ে আলাদা করে তিয়াসাকে দোষারোপ করতে চান না বলেও জানিয়েছিলেন সুবান।
For all the latest entertainment News Click Here