সুপার কিংসকে গুঁড়িয়ে দিয়ে MLC ফাইনালে ডি’ককরা, ফ্যাফদের লড়তে হবে MI-র বিরুদ্ধে
এই প্রথমবার শুরু হয়েছে মেজর লিগ ক্রিকেট। প্রথম মরশুমেই জমজমাট। ছয় দলীয় এই টুর্নামেন্টের প্রথম পর্ব শেষ হয়েছে। শুরু হয়েছে কোয়ালিফায়ার রাউন্ড। এই রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হয় টেক্সাস সুপার কিংস ও সিয়াটল অর্কাস। এই ম্যাচে টেক্সাস সুপার কিংসকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল সিয়াটল। ৯ উইকেটে জয় পেয়েছে তারা। ৩০ বল বাকি থাকতে নিজেদের প্রয়োজনীয় রান তুলে নেয় সিয়াটলরা। ম্যাচের সেরা ক্রিকেটার হিসাবে নির্বাচিত হয়েছেন সিয়াটলের কুইন্টন ডি’কক। তিনি ৫০ বলে ৮৮ রানের অপরাজিত ইনিংস খেলেন।
এদিন মেজর ক্রিকেট লিগের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টেক্সাস সুপার কিংসের অধিনায়ক ফাফ ডু’প্লেসি। ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েও স্কোর বোর্ডে খুব বেশি রান যোগ করতে পারেনি সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি। নির্ধারিত ২০ ওভারের ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৬ রান করে তারা। দুই ওপেনার ডেভন কনওয়ে এবং ফাফ ডু’প্লেসি দলের খাতায় বেশি রান যোগ করতে পারেননি। ডু প্লেসি মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।
অন্যদিকে কনওয়ে একটু চেষ্টা করলেও ২৪ রান করে আউট হন। আর কেই সেই ভাবে বিশেষ কিছু করতে পারেননি। ডেভিড মিলার ১৭ বলে ১৬ রান করে ফিরে যান। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ড্যানিয়েল স্যামস। তিনি ২৬ রান করে আউট হন। সিয়াটলের অ্যান্ড্রু টাই তিনটি উইকেট নেন। দেন ৩২ রান। দুটি উইকেট নিয়েছেন ইমাদ ওয়াসিম।
দুর্বল ব্যাটিংয়ের ফলে ম্যাচে প্রথম থেকেই পিছিয়ে পড়ে টেক্সাস। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে সিয়াটল। তবে নিজেদের ইনিংসের শুরুতে একটা ধাক্কা খায় তারা। ওপেনার নোমান আনোয়ার মাত্র দুই রান করে আউট হয়ে যান। তবে তারপরেই ম্যাচের হাল ধরেন আর এক ওপেনার তারকা খেলোয়াড় কুইন্টন ডি’কক। ৮৮ রানের ইনিংসে মারেন ১০টি চার ও ৪টি ওভার বাউন্ডারি মারেন। তাকে যোগ্য সঙ্গ দেন তিন নম্বরে নামা শেহান জয়সূর্য। তিনি করেন ৩১ রান। মারেন ৪টি বাউন্ডারি। এই দাপুটে ব্যাটিংয়ের ফলে ১৫ ওভার এই ম্যাচ জিতে নেয় সিয়াটল। টেক্সাস সুপার কিংসের হয়ে একটি মাত্র উইকেট নেন রুস্তি থেরন। মাত্র ১৫ ওভারেই ১ উইকেট হারিয়ে জয়ের জন্য নির্ধারিত রান তুলে নেয় সিয়াটল। ম্যাচের সেরা হয়েছেন কুইন্টন।
For all the latest Sports News Click Here