সুপার কাপে ৬ গোলের থ্রিলার! ২গোলে এগিয়েও হায়দরাবাদের বিরুদ্ধে ড্র ইস্টবেঙ্গলের
শুভব্রত মুখার্জি: ∆ হায়দরাবাদ:-৩ ∆ ইস্টবেঙ্গল:- ৩
সময়টা খারাপ গেলে মনে হয় এমনটাই হয়। ম্যাচে এগিয়ে গিয়েও জয়ের দেখা পেল না ইস্টবেঙ্গল। দু গোলের লিড পেয়েও ধরে রাখতে পারল না তারা। ফলে সুপার কাপ থেকে বিদায়ঘন্টা কার্যত বেজে গেল ইস্টবেঙ্গল ক্লাবের। কয়েকমাস আগে শেষ হওয়া আইএসএলে একেবারে শেষের দিকে শেষ করেছিল ইস্টবেঙ্গল। সুপার কাপে ভালো কিছু করার আশায় বুক বেঁধেছিল ইস্টবেঙ্গল ক্লাব। প্রথম ম্যাচে ওড়িশার বিরুদ্ধে ভালো খেলে এগিয়ে গিয়ে ড্র করতে হয়েছিল ১-১ ফলে। আর এদিনও হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ৩-৩ গোলে ম্যাচ ড্র করল ইস্টবেঙ্গল।
সুপার কাপে গ্রুপ-বি’র লড়াইয়ে কেরলের মাঞ্জেরিতে পায়ান্নাড স্টেডিয়ামে এ দিন ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং হায়দরাবাদ এফসি। এদিন ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করেন নাওরেম মহেশ সিং। আরেকটি গোল করেছেন স্থানীয় ছেলে ভিপি সুহের। অন্যদিকে হায়দরাবাদের হয়ে জোড়া গোল করেন জাভিয়ের সিভেরিও। অপর গোলটি আব্দুল রেবাহর। ফলে ছয় গোলের থ্রিলারের সাক্ষী থাকলেন দর্শকরা।
আরও পড়ুন… PBKS vs GT: ‘নেট বোলার হওয়া অসম্মানের নয়’, কামব্যাকে ম্যাচের সেরা হয়ে নিজের কঠিন সময়ের অনুভূতি জানালেন মোহিত
ইস্টবেঙ্গল সমর্থকদের অবশ্য এই দিনটা বেশ হতাশার দিন। হায়দরাবাদের বিরুদ্ধে ৩ গোল করেও ম্যাচ জিততে পারল না তারা। ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাদের। ফলে সুপার কাপ থেকে কার্যত ছিটকে গেল লাল হলুদ বাহিনী। প্রথম ম্যাচে ড্র করার পরে সুপার কাপের দ্বিতীয় ম্যাচে জিততেই হত লাল-হলুদকে। ম্যাচে এ দিন অনবদ্য খেলেছেন নাওরেম মহেশ সিং। তবে জয় থেকে গেছে অধরা। জঘন্য ডিফেন্সের কারণে বারবার হতাশা গ্রাস করল তাদের। ৬০ মিনিটের পর থেকে ইস্টবেঙ্গলের দুই ব্যাককে দেখে ক্লান্ত মনে হচ্ছিল। গতিতে তারা পেরে উঠছিল না। যার সুযোগ নেয় হায়দরাবাদ।
ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ৪ মিনিটেই দলকে গোল করে এগিয়ে দেন মহেশ। হায়দরাবাদ গোলরক্ষক গুরমীতকে কাটিয়ে পরাস্ত করে অনবদ্য গোল করেন মহেশ। গোল খাওয়ার ১০ মিনিটের মধ্যে সেই গোল শোধ করে হায়দরাবাদ। নাজারির পাস থেকে গোল করে যান জাভিয়ের গামা।১-১ হয়ে যাওয়ার ৬ মিনিট পরেই ফের গোল করে লিড নেয় ইস্টবেঙ্গল। তুহিন দাসের দারুণ ক্রসটি গোলরক্ষক গুরমীতের গায়ে লাগার ফলে পেয়ে যান ভিপি সুহের। সেখান থেকে গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে দেন দলের স্ট্রাইকার। প্রথমার্ধের একেবারে শেষে এসে ব্যবধান বাড়ায় ইস্টবেঙ্গল। ৪৪ মিনিটে ক্লেইটনের ক্রস গুরমিত সেভ করেন। তবে বল সঠিকভাবে না ক্লিয়ার করতে পারেননি গুরমিত, ফলে ফিরতি বল পান মহেশ। সেখান থেকেই গোলার মতন শটে গোল করেন মহেশ।
আরও পড়ুন… সৌরভের কল্যাণে DC-তে ট্রায়াল দিতে গেলেন বাংলার পেসার, ভাইও রয়েছেন দিল্লির টিমে
দ্বিতীয়ার্ধের শেষ ২০ মিনিটে ইস্টবেঙ্গল ডিফেন্সে মুহুর্মুহু আক্রমণ তুলে আনে হায়দরাবাদ। ৭১ মিনিটে ব্যবধান কমান জাভিয়ের। বোরহা হেরেরার শট কমলজিত বাঁচিয়ে দেন। তবে বলের নিয়ন্ত্রণ রাখতে না পারার ফলে তা চলে যায় জাভির কাছে। ফিরতি বলে গোল করেন জাভিয়ের। ৮৩ মিনিটে আব্দুল রেবাহর গোলে দুরন্ত ভাবে কামব্যাক করে হায়দরাবাদ। ম্যাচে সমতা ফেরায় হায়দরাবাদ। ম্যাচের একেবারে শেষে জয়সূচক গোলটিও পেতে পারত হায়দরাবাদ। পেনাল্টি বক্সের মধ্যেই বল হাতে সার্থক গলুইয়ের। রেফারি ফ্রিকিক দেন। সেখান থেকে হায়দরাবাদের ফুটবলারের নেওয়া শট গোলমুখে থাকলেও তা দুরন্ত ক্ষিপ্রতায় বাঁচিয়ে দেন ইস্টবেঙ্গল গোলরক্ষক।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here