সুপারচার্জার্সের বিরুদ্ধে মধুর বদলা, The Hundred-এ নয়া ইতিহাস লিখল ম্যাঞ্চেস্টার
হান্ড্রেডের দ্বিতীয় সিজনে ম্যাঞ্চেস্টার অরিজিনালস সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। হান্ড্রেডের ইতিহাসে তারা সর্বোচ্চ স্কোর করে রেকর্ড গড়েছে। রবিবার (২১ আগস্ট) নর্দান সুপারচার্জার্সের বিরুদ্ধে ম্যাচে ম্যাঞ্চেস্টার ৫ উইকেট হারিয়ে ১০০ বলে ২০৮ রান করেছিল। দ্য হান্ড্রেড টুর্নামেন্টের এখনও পর্যন্ত এটাই সর্বোচ্চ স্কোর। ওপেনার ফিলিপ সল্ট, অধিনায়ক লরি ইভান্স এবং তরুণ ব্যাটসম্যান ত্রিস্তান স্টাবস দলকে এই বিশাল স্কোর গড়তে সাহায্য করেছে। ম্যাচটি ম্যাঞ্চেস্টার ২৩ রানে জিতেছে।
আরও পড়ুন: দেশের হয়ে নজর কাড়তে পারেননি, দ্য হান্ড্রেডে ফিরেই চমকে দিলেন রশিদ
নর্দান সুপারচার্জার্স এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ওপেনার ফিলিপ সল্ট এবং অধিনায়ক লরি ইভান্স প্রথম উইকেটে ৪২ বলে ১০২ রানের পার্টনারশিপ গড়ে। সল্ট ২৫ বলে ৩টি বাউন্ডারি ও ৫টি ছক্কার সাহায্য ৫৫ রান করেন এবং ইভান্স ১৯ বলে ৬টি চার ও দু’টি ছক্কার সৌজন্যে ৪৫ রান করেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার উঠতি তারকা ত্রিস্তান স্টাবস ২৩ বলে ১টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে ২০০ পার করতে সাহায্য করেন। রাসেল ১৭ বলে ২টি ছক্কাযর সৌজন্যে ১৭ রান করেন।
আরও পড়ুন: ম্যাচের সেরা ডেভিড, UAE লিগের ভারতীয় ফ্র্যাঞ্চাইজিকে খুশি করলেন নমিবিয়ার তারকা
দ্য হান্ড্রেড-এ একটি দলের সর্বোচ্চ স্কোরের আগের রেকর্ডটি ছিল নর্দার্ন সুপারচার্জার্সের দখলেই। তারা আবার ম্যাঞ্চেস্টার অরিজিনালসের বিপক্ষে প্রথম মরশুমে প্রথম বারের মতো ২০০ রান স্পর্শ করেছিল। রবিবার তারই বদলা নিল ম্যাঞ্চেস্টার।
দ্য হান্ড্রেড-এ একটি দলের সেরা স্কোর:
ম্যাঞ্চেস্টার অরিজিনালস – ২০৮/৫ বনাম নর্দান সুপারচার্জার্স, ২০২২*
নর্দান সুপারচার্জার্স – ২০০/৫ বনাম ম্যাঞ্চেস্টার অরিজিনালস, ২০২১
ট্রেন্ট রকেটস – ১৯৩/২ বনাম ম্যাঞ্চেস্টার অরিজিনালস, ২০২২
ম্যাঞ্চেস্টার অরিজিনালস – ১৮৮/৩ বনাম সাউদার্ন ব্রেভস, ২০২২
বার্মিংহ্যাম ফিনিক্স – ১৮৪/৫ বনাম ওয়েলশ ফায়ার, ২০২১
ম্যাঞ্চেস্টার অরিজিনালসের ২০৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নর্দান সুপারচার্জার্স ভালো শুরু করতে পারেনি। কিন্তু তা সত্ত্বেও তারা ১০০ বলে ৭ উইকেট হারিয়ে ১৮৫ রান করেছিল। অ্যাডাম লেইথ ২৪ বলে ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৬ রান করেন এবং অ্যাডাম হোস ২৭ বলে ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫৯ রান করেন।
For all the latest Sports News Click Here